নিজস্ব সংবাদদাতা, মুম্বই: একদিকে মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে 'পুষ্পা ২'। ৮ দিনে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১০১২.৭ কোটি। আর এই বিশাল সাফল্যের মাঝেই শুক্রবার সকালে গ্রেফতার হন ছবির নায়ক আল্লু অর্জুন। যদিও বিকেল গড়াতেই হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান দক্ষিণী তারকা। আর আল্লুর গ্রেপ্তারিতে সুর চড়ালেন অভিনেতা বরুণ ধাওয়ান।

নিজের ছবি ‘বেবি জন’-র প্রচারে রাজস্থানে গিয়েছিলেন বরুণ। সেখানেই গ্রেপ্তারির প্রসঙ্গে আল্লুর পাশে দাঁড়ানোর বার্তা দেন ‘অক্টোবর’র অভিনেতা। তাঁর  কথায়, “সবকিছুই শুধু অভিনেতার দোষ হতে পারে না। যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। আমার সমবেদনা অবশ্যই রয়েছে। কিন্তু নিরাপত্তার দায়িত্ব কিন্তু অভিনেতার থাকে না। শুধুই অভিনেতার দোষ হতে পারে না।” যদিও আল্লুর গ্রেফতারি নিয়ে এদিন চুপ ছিলেন দক্ষিণী তারকারা। পরে অবশ্য গোটা ঘটনায় প্রতিক্রিয়া জানান 'পুষ্পা ২'র অভিনেত্রী রশ্মিকা মন্দানা। 

গত ৪ ডিসেম্বর 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে বিপুল ভিড় হয়েছিল। উপস্থিত ছিলেন খোদ ছবির নায়ক আল্লু। তারকাকে দেখার জন্য হুড়োহুড়ি কাণ্ড বেঁধে যায়। ওই প্রিমিয়ারে ছেলেকে নিয়ে এসেছিলেন ৩৯ বছর বয়সি রেবতী। ভিড়ে পদপিষ্টে হয়ে মৃত্যু হয় তাঁর। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁর আট বছরের ছেলেকে।

ঘটনাস্থলে উপযুক্ত নিরাপত্তার গাফিলতির অভিযোগ তোলেন মৃতার পরিবার। সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, আল্লু এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়। সেই মামলার ভিত্তিতেই এদিন অভিনেতাকে গ্রেফতার করা হয়েছিল।

মর্মান্তিক মৃত্যুর খবর পেয়েই মহিলা অনুরাগীর পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছিলেন অভিনেতা। শুধু তাই নয়, মৃত মহিলার আহত ছেলের চিকিৎসার দায়ভার নেন দক্ষিণী সুপারস্টার।কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। এদিন আল্লুকে গ্রেফতার করে পুলিশ।