নিজস্ব সংবাদদাতা: একের পর এক নতুন টুইস্টে দর্শকের মনোযোগ আকর্ষণ করছে 'জগদ্ধাত্রী'। জি বাংলার এই ধারাবাহিক এক সময় টিআরপি তালিকায় শীর্ষে থাকলেও এখন নিজের জায়গা হারিয়েছে। তবে তালিকায় এক থেকে পাঁচের মধ্যেই দেখা যায় এই ধারাবাহিককে।
গল্পে বহুদিন জগদ্ধাত্রী ও স্বয়ম্ভূকে একসঙ্গে দেখা যাচ্ছে না। এর নেপথ্যে উঠে আসছে নায়ক-নায়িকার অফস্ক্রিন মনোমালিন্যের কথা। টলিপাড়ার অন্দরের খবর, একসঙ্গে অভিনয় করলেও নাকি বাস্তবে মুখ দেখাদেখি প্রায় বন্ধ অঙ্কিতা ও সৌম্যদীপের। দু'জনের মনোমালিন্য এতটাই বেড়েছে যে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে দু'জনকে এক দৃশ্যে রাখা হচ্ছে না।
এইসব জল্পনার মাঝেই খেলা ঘুরিয়ে দিল ধারাবাহিকের নতুন প্রোমো। চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ্যে আসা নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, জগদ্ধাত্রীর অস্থি বিসর্জন দিতে বেনারসের গঙ্গায় যায় স্বয়ম্ভূ। এদিকে উৎসব ও মেহেন্দি তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। তাদের ভাড়া করা গুন্ডা স্বয়ম্ভূর দিকে বন্দুক তাকে করলে হটাৎ গুলি এসে লাগে গুন্ডার গায়ে।
গঙ্গা বক্ষে নৌকায় দেখা যায় জগদ্ধাত্রীকে। সে মরেনি, স্বয়ম্ভূকে রক্ষা করতে ফিরে এসেছে। জগদ্ধাত্রীকে কাছে পেয়ে জড়িয়ে ধরে স্বয়ম্ভূ। এবার কি মিল হবে দু'জনের? না আবারও অজানা কোনও কারণে আলাদা হবে জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর পথ? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। নতুন এই প্রোমোতে ফের একসঙ্গে নায়ক-নায়িকাকে দেখে দারুণ খুশি সিরিয়াল প্রেমীরা।
