আজকাল ওয়েবডেস্ক: সিনেমায় অনেকেই দেখেছেন ছবির নায়ক গরীব। কষ্টে দিনযাপন করেন। এক দিন হঠাৎই নায়ক জানতে পারলেন তিনি কোটিপতির সন্তান। অনেকেই মনে করেন এ শুধু কাল্পনিক জগতেই সম্ভব। বাস্তবে তা ঘটতে পারে না কখনই। কিন্তু তাই ঘটল ২৬ বছরের এই যুবকের সঙ্গে। এক দিন তিনি জানতে পারলেন তাঁর বাবা একজন কোটিপতি। তারপর কী করলেন ওই যুবক?

চিনের ২৬ বছর বয়সী যুবক শি কিংশুয়াইয়ের জীবনটা এক লহমায় বদলে গেল অনেকটাই যখন সে জানতে পারল তাঁর বাবা একজন কোটিপতি। জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় অনাথ হিসাবে কাটাতেই হয়েছে ওই যুবককে। চিনের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, তিন মাস বয়সে অপহৃত হন শি। এর পর প্রায় দু'দশক ধরে ওই যুবকের খোঁজ চালান তাঁর বাবা-মা। কোনও ফল মেলেনি। অবশেষে ছেলের খোঁজ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন শি-এর বাবা-মা। ছেলের প্রত্যাবর্তন উদযাপন করার জন্য পার্টিও দেন। উপহার হিসাবে, শি-কে বেশ কয়েকটি ফ্ল্যাটের চাবি এবং একটি গাড়ি উপহার দেওয়ার ইচ্ছে ছিল তাঁদের। কিন্তু শি সেই সব উপহার প্রত্যাখ্যান করেন। পরিবর্তে, শুধুমাত্র একটি ফ্ল্যাটের নিয়েছেন। যেখানে তিনি এবং তাঁর স্ত্রী ভবিষ্যতে বসবাস করতে পারেন।

শি জানান, তিনি চান না যে বিপুল ঐশ্বর্যের ফলে তাঁর পরিবারের জীবনযাপনে কোনও পরিবর্তন আসুক। পরিবারেরর জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই চাই। বর্তমানে তিনি একটি লাইভ-স্ট্রিমিং চ্যানেলের মাধ্যমে আয় করেন। 

শি-র ঘটনা ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। অনেকে বলেছেন, সহানুভূতি পাওয়ার জন্য তিনি এ রকম করেছেন। অনেকে তাঁর দৃঢ় মানসিকতার প্রশংসাও করেছেন।