আজকাল ওয়েবডেস্ক: ডি গুকেশের বিশ্বজয়ের ২৪ ঘন্টাও কাটেনি, তার আগেই শুরু বিতর্ক। মারাত্মক অভিযোগ উঠল তাঁর প্রতিপক্ষের বিরুদ্ধে। ডিং লিরেনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হারের অভিযোগ তোলা হয়। বৃহস্পতিবার বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ১৪তম, তথা শেষ রাউন্ডে সহজ ভুল করেন চীনের প্রতিপক্ষ। তার ফায়দা তুলেই সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জেতার নজির গড়েন গুকেশ। ১৮ বছরের ভারতীয় দাবাড়ুর সাফল্যে উচ্ছ্বসিত অধিকাংশ। তারই মধ্যে গুরুতর অভিযোগ আনলেন রুশ দাবা ফেডারেশনের প্রধান অ্যান্দ্রেই ফিলাটভ। লিরেনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হারার অভিযোগ তোলা হল। আন্তর্জাতিক দাবা ফেডারেশনে তদন্তের দাবি করেন তিনি।
রুশ দাবা ফেডারেশনের প্রধান অ্যান্দ্রেই ফিলাটভ বলেন, 'শেষ গেমের রেজাল্ট দেখে পেশাদার দাবাড়ু এবং দাবা ভক্তরা অবাক। ফাইনাল সেগমেন্টে চীনের দাবাড়ুর আচরণ সন্দেহজনক ছিল। এর তদন্ত দরকার। যে জায়গায় ডিং লিরেন ছিলেন, সেখান থেকে হারা একজন প্রথম শ্রেণীর দাবাড়ুর জন্যও অসম্ভব। এদিনের গেমে চীনের দাবাড়ুর হার অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। দেখে মনে হচ্ছে, ইচ্ছাকৃতভাবে হেরেছে।' বিশ্বনাথান আনন্দের পর প্রথম ভারতীয় দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতলেন গুকেশ। তরুণ দাবাড়ুর উত্থানের পেছনে কিংবদন্তির অবদান অনস্বীকার্য। চেন্নাইয়ে আনন্দের দাবা অ্যাকাডেমিতেই হাতেখড়ি এবং বেড়ে ওঠা কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়নের। বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটা সময় পর্যন্ত গুকেশ এবং লিরেন, দু'জনের পয়েন্ট সমান ছিল। ১৪তম গেম জিতে ৭.৫ পয়েন্টে পৌঁছে যান গুকেশ। বেশিরভাগ সময় লড়াই সেয়ানে সেয়ানে চলে। ভারতীয় দাবাড়ু জয়ের আশা করেননি। তাই ইতিহাস রচনার পর আবেগতাড়িত হয়ে পড়েন গুকেশ।
