আজকাল ওয়েবডেস্ক: শিশুর কান্নার মতো অবিকল। কেউ কেউ তা ভেবেই পিছু ফিরে দেখছেন। কিন্তু তাতে যা দেখতে পাচ্ছেন, তাতে অবাক, সেই সঙ্গে ব্যাপক হইচই ডিজনিল্যান্ডে। 

বর্তমান সময়ে, উন্নত প্রযুক্তির যুগে দিনে দিনে বাড়ছে টেকনোলজির ব্যবহার। শিল্প এবং মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার বাড়ছে রোবটেরও। এসবের মাঝেই দৃষ্টি আকর্ষণ করেছে ডিজনিল্যান্ডের কথা বলা ডাস্টবিন। 

সমাজমাধ্যমে ইতিমধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে ভিড়ের মাঝে কথা বলছে ডাস্টবিন।  শুধু কথা বলছে না। ভিড়ের মাঝে দিব্যি হেঁটে বেড়াচ্ছে সে।

দর্শকদের গিয়ে গিয়ে বলছে, তাকে আবর্জনা দেওয়ার জন্য। বলছে সে আবর্জনা খেতে চায়। কেউ আবর্জনা ফেললে, উৎসাহিত এবং খুশি হচ্ছে সে। ডাস্টবিনের ডিজাইন, সামগ্রিক পরিকল্পনা রীতিময় দৃষ্টি আকর্ষণ করেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ প্রশ্ন করছেন, এই ভাবনা কার? কেউ জানতে চাইছেন ওই আওয়াজ কার? 

নয়া পদ্ধতিতে মানুষের দৃষ্টি আকর্ষণ করে আবর্জনা-মুক্ত রাখার এই পরিকল্পনা দারুন প্রশংসিতও হয়েছে নেটপাড়ায়।