আজকাল ওয়েবডেস্ক: বছরের শেষ মাস চলছে। আর কয়েকদিন পরেই নতুন বছর। নতুন বছরের আগে উচ্ছ্বাস যেমন রয়েছে, তেমন রয়েছে ভবিষ্যৎবানী নিয়ে চিন্তাও।

২০২৫ শুরুর আগেই জোর চর্চা চলছে, বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী নিয়ে। বহু বছর ধরে বাবা ভাঙ্গার বাণী সকলের জীবনে মিলে গিয়েছে। তাই তার ওপর সবাই ভরসা করে থাকেন। কিন্তু কী বলেছেন তিনি?


 তিনি জানিয়েছেন, ২০২৫ সালে গোটা বিশ্ব এক মারাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে। এই যুদ্ধ হবে ইউরোপ মহাদেশে। এরফলে প্রচুর মানুষের জীবনহানি হবে। প্রচুর সম্পদ এরফলে ক্ষতি হবে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, মূলত প্রাচ্যে শুরু হওয়া এই যুদ্ধের মাশুল দেবে পশ্চিম। অর্থাৎ তছনছ হয়ে যাবে পশ্চিমের দেশগুলি। 

তাঁর মতে রাশিয়া এই যুদ্ধে প্রধান নেতৃত্ব দেবে। তার সঙ্গে বিশ্বের সব প্রধান দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়বে। কোনও দেশ এর থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে না। গোটা মানবজাতির কাছে ভয়ের পরিবেশ তৈরি করবে এই যুদ্ধ। 

আর কী বলেছেন তিনি? বলেছেন, সিরিয়ার পতনের সঙ্গে সঙ্গেই পশ্চিম এবং পূর্বের মধ্যে একটি বড় যুদ্ধের সম্ভাবনা। যুদ্ধ শুরু হবে বসন্তে।  পূর্বে একটি যুদ্ধ শুরু হবে এবং পরিণত হবে তৃতীয় বিশ্বযুদ্ধতে। 

যুদ্ধ ছাড়াও অন্য বিপদের আশঙ্কাও তাঁর কথায়। আগামী বছরে অপার্থিব প্রাণীকুলের সঙ্গে পৃথিবীর মানুষের যোগাযোগ বাড়বে, আর তার সঙ্গে সঙ্গেই পৃথিবীর জন্য বাড়বে বিপদ।