আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে পাকিস্তানের মিডল-অর্ডারের ব্যর্থতা নিয়ে। এই সমস্যার মধ্যেই এবার মুখ খুললেন পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মাকসুদ। তাঁর মতে, আসল সমস্যা খেলোয়াড়দের মধ্যে নয় বরং টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের পুরনো কৌশলের মধ্যেই লুকিয়ে রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১১ রানে হারতে হয়েছে পাকিস্তানকে। কিংসমিডে প্রথম কুড়ি ওভারের ম্যাচে মিডল এবং লোয়ার মিডল-অর্ডার সম্পূর্ণ ব্যর্থ। তায়াব তাহির মাঝে নেমে মাত্র ১৮ রান করেছেন।
বাকিরা কেউ ১০ বলের বেশি টিকতে পারেননি। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেই হারের ধাক্কা খেল পাকিস্তান। শুক্রবার সেঞ্চুরিয়নের দ্বিতীয় ম্যাচের আগে শোয়েব মাকসুদ স্পষ্ট জানিয়ে দিলেন, সমস্যা পাকিস্তানের ক্রিকেট খেলার পদ্ধতিতে। তাঁর দাবি, যদি পাকিস্তান অন্যান্য বড় দলের মতো টি-টোয়েন্টি ক্রিকেটের আধুনিক কৌশল অবলম্বন করে তবে ১২ থেকে ১৬ মাসের মধ্যেই মিডল-অর্ডার সমস্যার সমাধান সম্ভব। মাকসুদ বলেন, ‘পাকিস্তানের মিডল-অর্ডার খেলোয়াড়দের যে ভূমিকা দেওয়া হয়, সেটাই বড় সমস্যা। এতে খেলোয়াড়দের ব্যর্থ হিসেবে চিহ্নিত করা হয়, যা সম্পূর্ণ অন্যায়’। তিনি নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন।
সেখানে তিনি লেখেন, ‘অনেক বছর ধরে শুনে আসছি, পাকিস্তানের মিডল-অর্ডার ভাল না। অথচ একই মিডল-অর্ডার ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে খেলছে। সমস্যা হল পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেট খেলার পদ্ধতি। টি-টোয়েন্টি ক্রিকেটের আধুনিক কৌশল মেনে খেললে ১২-১৬ মাসের মধ্যে শক্তিশালী মিডল-অর্ডার তৈরি হবে’। প্রাক্তন ক্রিকেটারের এই মন্তব্যের পর দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কৌশলে কোনও পরিবর্তন আসে কি না, সেটাই দেখার বিষয়। তবে মাকসুদের এই মন্তব্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ বাড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
