আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় ফের শহরে দু'টি বাসের রেষারেষির জেরে নিহত এক পথচারী। মধ্যমগ্রামগামী একটি বেসরকারি বাস, মহাত্মা গান্ধী রোডের মোড়ে এক পথচারীকে পিষে দেয়। ঘাতক বাসের চালক পলাতক। ঘাতক বাসটিকে পুলিশ উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে গিয়েছে। বৃহস্পতিবার সন্ধের এই ঘটনায় ব্যস্ত ওই এলাকায় কিছুক্ষনের জন্য যান চলাচল স্তব্দ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রেষারেসি বন্ধে একাধিক পদক্ষেপ করতে দেখা গিয়েছে পুলিশকে। রাস্তায় বসানো হয়েছে স্পিড ব্রেকার, নজরদারি চলছে সিসিটিভি-তে, দুর্ঘটনাগ্রস্ত এলাকায় বাড়তি ট্রাফিক পুলিশ মোতায়েন রাখা হচ্ছে। দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে খুনের মামলা রুজুর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু লাভ হয়নি।
এ দিনই জানা গিয়েছে, বাসের চালকদের নিয়ন্ত্রণে মোবাইল অ্যাপ চালু করা হবে। কিন্তু তাতেও কি লাভের লাভ হবে? প্রশাসনের যুক্তি, সরকারি ও বেসরকারি বাসের যাত্রাপথের সবকিছু নজরে থাকবে এই অ্যাপে।
