আজকাল ওয়েবডেস্ক: রণবীর কাপুর অভিনীত সিনেমা 'অ্যানিমাল'। ২০২৩ সালের বহু বিতর্কিত সিনেমা। মুক্তির আগেই রণবীরের 'মেশিন গান' চালানোর দৃশ্য দারুন জপ্রিয় হয়। ২০২৪ সালের শেষপ্রান্তে সেই দৃশ্যেরই ফের ঝলক দেখা গেল। তবে রিলে, রিয়ালে (বাস্তবে)! রণবীরের সিনেমায় অনুপ্রাণিত হয়ে এবার মেশিন গানের মতো গাড়িতেই বিয়ে বাড়িতে ঢুকতে দেখা গেল স্বামী-স্ত্রীকে। যা নেটদুনিয়ায় তাক লাগিয়েছে।
ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল। ষেখানে দেখা যাচ্ছে, সিনেমায় দেখানো মেশিন গানের মতো গাড়িতে বিয়ে বাড়িতে ঢুকছেন বর-কনে। আশিস সুইওয়াল নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ভিডিও শেয়ার করেছেন। ইতিমধ্যে তার ভিউ হয়ে গিয়েছে ১৫ মিলিয়ন।
'অ্যানিমাল' সিনেমার চরিত্রে মেশিন গান ব্যবহার করে কার্যত 'গণহত্যা' করেছিল রণবীর। বিয়েতেসেই মেশিন গান মনোরঞ্জনের জন্য ব্যবহার করায় ক্ষুব্ধ বহু নেটিজেন। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ আবার বিষয়টি নিয়ে মজা করেছেন। বলেছেন, মেয়েটি সত্যিই নতুন এক যুদ্ধ শুধু করতে চলেছে। ওপর এক জন লিখেছেন, এটা তো অ্যানিমাল ছবির সাইড এফেক্ট!
আরেক জনের কথায়, পুরো অটোরিক্সার মতো লাগছে। বিয়ে বাড়িতে এমন নাও করা যেত।
