শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১২ ডিসেম্বর ২০২৪ ২২ : ০৬Sampurna Chakraborty
ইস্টবেঙ্গল - ১ (চুংনুঙ্গা)
ওড়িশা এফসি - ২ (জেরি, বুমোস)
সম্পূর্ণা চক্রবর্তী: আইএসএলে তিন ম্যাচ পরে আবার হারের সরণিতে ইস্টবেঙ্গল। এএফসি মিলিয়ে মোট ছয় ম্যাচ পরে। বৃহস্পতিবার ঘরের মাঠে ওড়িশা এফসির কাছে ২-১ গোলে হার অস্কার ব্রুজোর দলের। এক গোলে এগিয়েও জোড়া গোল হজম। দুটো ঘটনা ম্যাচের রং বদলে দিল। প্রথমত, ১১ মিনিটে হাঁটুতে চোট পেয়ে মাদি তালালের মাঠ ছাড়া। দ্বিতীয়ত, ম্যাচের ৪২ মিনিটে জিকসন সিংয়ের লালকার্ড। প্রতি ম্যাচে লালকার্ড দেখা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে ইস্টবেঙ্গলের ফুটবলাররা। তবে এদিন রেফারিং নিয়েও প্রশ্ন উঠবে। দ্বিতীয় হলুদ কার্ড নাও দেখাতে পারতেন তেজাস নাগভেঙ্কার। রেফারির সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যায়। একাধিক চোট-আঘাতের জেরে ছিল না তারকা বিদেশিরা। ম্যাচের শুরুতেই মাদি তালাল চোট পাওয়ায় গোটা ম্যাচ মাত্র দুই বিদেশি নিয়ে খেলতে হয়। এই জায়গা থেকে ম্যাচ জেতা কঠিন। তবে দশজনে হয়ে যাওয়ার পরও যথেষ্ট মানসিক দৃঢ়তা দেখায় লাল হলুদ ব্রিগেড। মনে করিয়ে দেয় মহমেডান ম্যাচকে। ৫৪ মিনিটে চুংনুঙ্গার গোল এগিয়ে যায় ইস্টবেঙ্গল। কিন্তু শেষরক্ষা হয়নি।
তার এক মিনিটের মধ্যে সমতা ফেরান জেরি। বাকি কাজটা সারেন হুগো বুমোস। জার্সি বদলালেও যুবভারতীর সবুজ গালিচায় আবার চেনা ছন্দে প্রাক্তন মোহনবাগানি। ১০ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের এগারো নম্বরেই ইস্টবেঙ্গল। ১২ ম্যাচে ১৯ পয়েন্ট সংগ্রহ করে তিনে উঠে এল ওড়িশা এফসি।
চোট আঘাতে জর্জরিত দলে এদিন তিনজন বিদেশিকে রেখে শুরু করেন অস্কার ব্রুজো। প্রথম একাদশে রাখেন হিজাজি মাহের, মাদি তালাল এবং ক্লেইটন সিলভাকে। দিমিত্রিয়স ডিয়ামানটাকোসের অনুপস্থিতিতে দীর্ঘদিন পর শুরু করেন ব্রাজিলীয় স্ট্রাইকার। ক্লেইটনকে সামনে রেখে ৪-৫-১ ফরমেশনে ছক সাজান। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় চোট পান মাদি তালাল। প্রাথমিক শুশ্রূষার পর আবার মাঠে নামলেও বেশিক্ষণ টানতে পারেননি। ১১ মিনিটে মাঠ ছাড়েন তালাল। তাঁর পরিবর্তে নন্দকুমারকে নামান অস্কার। মহেশকে মাঝমাঠে পাঠিয়ে দেন। দুই উইংয়ে নন্দ এবং বিষ্ণু।
ম্যাচের প্রথম কোয়ার্টার ম্যাড়ম্যাড়ে। প্রথম সুযোগ ২৩ মিনিটে। ডানদিক থেকে নন্দর শট বাঁচান অমরিন্দর। তার চার মিনিট পর পেনাল্টির দাবি জানায় লাল হলুদের ফুটবলাররা। নন্দর ক্রস রিসিভ করার আগেই বক্সের মধ্যে পড়ে যান বিষ্ণু। রহিম তাঁর ঘাড়ের ওপর থাকলেও টাচ করেননি। অর্থাৎ পেনাল্টির আবেদনে কর্ণপাত করেননি রেফারি। ইস্টবেঙ্গলের যাবতীয় আক্রমণ মূলত ডান প্রান্ত থেকেই হয়। ম্যাচের ৩৪ মিনিটে আরও একটা হাফ চান্স ছিল। কিন্তু বিষ্ণুর পাস কাজে লাগাতে পারেননি মহেশ।
প্রথমার্ধের শেষদিকে ইস্টবেঙ্গলকে চেপে ধরে ওড়িশা। শেষ ১০ মিনিট আক্রমণের ঝড় তোলে সার্জিও লোবেরার দল। তারমধ্যে ৩৫-৩৭ মিনিট তিনটে নিশ্চিত গোলের সুযোগ। ভাগ্যের জোরে বেঁচে যায় কলকাতার প্রধান। দু'বার বল ক্রসপিসে লাগে। ওড়িশার প্রথম পজিটিভ আক্রমণ শুরু রহিম আলির পা থেকে। ৩৫ মিনিটে তাঁর শট তালুবন্দি করেন প্রভসুখন গিল। তার এক মিনিটের মধ্যে মরিসিওর পাস থেকে জেরির হেড ক্রসপিসে লাগে। ম্যাচের ৩৭ মিনিটে ইসাকের শট ক্রসপিসে লাগে। ম্যাচের ৪১ মিনিটে আবার গোলের সুযোগ পায় ওড়িশা। জাহুর কর্নার থেকে হুগো বুমোসের ব্যাক হিলে দুর্দান্ত সেভ ইস্টবেঙ্গল কিপারের। ৪২ মিনিটে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। মরিসিওকে ফাউল করে দ্বিতীয় হলুদ, অর্থাৎ লালকার্ড দেখে মাঠ ছাড়েন জিকসন সিং। ম্যাচের ৬ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন। তবে দ্বিতীয় কার্ড নাও দেখাতে পারতেন রেফারি। হাত দিয়ে গার্ড করেছিলেন জিকসন। আরও একবার রেফারির সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গেল।
যত কাণ্ড দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৪ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। মহেশের কর্নার থেকে হিজাজির শট প্রতিহিত হয়। ফিরতি বল গোলে ঠেলেন চুংনুঙ্গা। তবে লিড ধরে রাখতে পারেনি লাল হলুদ। এক মিনিটের মধ্যে ১-১ করে ওড়িশা। ইসাকের পাস থেকে জেরির দূরপাল্লার শট সরাসরি গোল ঢুকে যায়। ম্যাচের ৮১ মিনিটে জয়সূচক গোল হুগো বুমোসের। মরিসিওর মাইনাস থেকে বাঁ পায়ের গোলার মতো শটে গোল। তার পরের মিনিটেই ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল। কিন্তু ইস্টবেঙ্গল কিপারকে সামনে একা পেয়েও সিটার মিস করেন।
ছবি: অভিষেক চক্রবর্তী
#East Bengal#Odisha FC#Indian Super League
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বাবর আজম-মহম্মদ রিজওয়ানের খেলাতেই ম্যাচ হারতে হচ্ছে, ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানেরই ক্রিকেটার...
রেফারিং নিয়ে বিস্ফোরক ইস্টবেঙ্গল শিবির, বাকি মরশুম থেকে ছিটকে যেতে পারেন মাদি তালাল ...
ইতিহাস তৈরি করে বিশ্বচ্যাম্পিয়ন, কত টাকা পেলেন গুকেশ? ...
বাদ প্রাক্তন নাইট তারকা, নিলামে অবিক্রিত থাকা ক্রিকেটারই অধিনায়ক, বিজয় হাজারের দল ঘোষণা করল এই দল ...
সবে ফিরেছিলেন চেনা ছন্দে, ফের চোটের কারণে ফের মাঠের বাইরে এমবাপ্পে...
২০৩৪ বিশ্বকাপ সৌদি আরবে, তিন মহাদেশের ৬টি দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, বিরাট ঘোষণা ফিফার...
যত কাণ্ড অ্যাডিলেডে, সিরাজকে রাগাতে দেড় লক্ষ টাকা খরচ, বিষয়টা কী? ...
কলকাতায় এসে উচ্ছ্বসিত, ফুটবলের শহরে ফুটবলপ্রেমীদের ম্যারাথনে অংশ নেওয়ার আহ্বান জানান ক্যাম্পবেল...
কলকাতায় এসে উচ্ছ্বসিত, ফুটবলের শহরে ফুটবলপ্রেমীদের ম্যারাথনে অংশ নেওয়ার আহ্বান জানান ক্যাম্পবেল...
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে আগ্রহ তুঙ্গে, সাত মাস আগেই শেষ টিকিট বিক্রি ...
বিসিসিআইয়ের আগে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করা উচিত, বিস্ফোরক দাবি প্রাক্তন পাক অধিনায়কের...
মোহনবাগানে নির্বাচনের দামামা বেজে গেল, বছরের শুরুতেই হবে এজিএম...
সিরাজ-হেড বচসায় ফিরল 'মাঙ্কিগেট' বিতর্ক, অশনি সংকেত দেখছেন ভাজ্জি...
অ্যাডিলেডের নেটে হঠাৎ চমক, অন্য ভূমিকায় ধরা দিলেন কোহলি...
বর্ডার-গাভাসকর ট্রফির পর রো-কোর ভাগ্য নির্ধারণ? নেওয়া হতে পারে কড়া সিদ্ধান্ত...