আজকাল ওয়েবডেস্ক: কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সময় রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের ফারাক্কার বল্লালপুর ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন। এই দুর্ঘটনার ফলে ট্রেনের ইঞ্জিনটিতে আগুন লেগে যায়। প্রায় ৫০০ মিটার রেল লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর সোমবার সকাল পর্যন্ত মেলেনি।
তবে দুর্ঘটনার পর থেকেই বল্লালপুরের কাছে আপ এবং ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। লাইন সারানোর কাজ করছেন রেল কর্মীরা।
রবিবার রাত দেড়টা নাগাদ বল্লালপুর ব্রিজের কাছে দুর্ঘটনার কবলে পড়ে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন। গ্রামবাসীরা জানিয়েছেন- দুর্ঘটনার আগে বালি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বল্লালপুর ব্রিজ থেকে রেল লাইনের উপরে এসে পড়ে। সেই সময় দ্রুত গতিতে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন ওই লাইন ধরে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি লাইন পড়ে থাকার জন্য দ্রুতগামী রাধিকাপুর এক্সপ্রেস সজরে এসে ট্রাকটিতে ধাক্কা মারে এবং সেটিকে প্রায় ৫০০ মিটার সামনের দিকে টেনে নিয়ে গিয়ে থেমে যায়। এর পরই ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, প্রচন্ড শব্দে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যাওয়া এবং ঝাঁকুনি হওয়ার ফলে আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। দুর্ঘটনার কবলে পড়া রাধিকাপুর এক্সপ্রেস-এর ইঞ্জিনটিও লাইনচ্যুত হয়ে যায়।
রবিবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনা ঘটলেও সোমবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত লাইন মেরামত এবং ট্রেনটিকে ওই লাইন থেকে সরানোর কাজ সম্পূর্ণ করে উঠতে পারেননি রেল কর্মীরা। তার ফলে এখনও পর্যন্ত ওই লাইন দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পর রেলের তরফ থেকে রাধিকাপুর এক্সপ্রেস-এর যাত্রীদের জন্য কোনও বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়নি। তবে যাত্রীরা যে যার নিজের মতো করে তাঁদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন।