নিজস্ব সংবাদদাতা: নতুন বছরে দর্শককে উপহার দিতে তৈরি হইচই। ইতিমধ্যেই সেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আসছে হইচই-এর নতুন সিরিজ ‘পারবো না আমি ছাড়তে তোকে’। রোম্যান্টিক-ডার্ক থ্রিলার ঘরানার এই সিরিজের অন্যতম মুখ্যচরিত্রে দেখা যাবে শিলাজিৎ-কে। পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিজিৎ টোটন চক্রবর্তী। সৃজনশীল পরিচালক হিসাবে দায়িত্ব সামলাবেন অদিতি রায়। টালিগঞ্জে অনেক বছর ধরে কাজ করছেন অদিতি রায়। বেশ কিছু সিনেমা তৈরি করলেও তাঁর পরিচালিত সিরিজ নষ্টনীড় পরিণীতা নিয়ে দর্শক মহলে বেশ আলোচনা চলেছিল। সিরিজের শুটিং শুরু হয়ে গিয়েছে কলকাতায়। সূত্রের খবর, আগামী বছরেই মুক্তি পাবে এই সিরিজ।
সম্প্রতি, সমাজমাধ্যমে শুটিংয়ের লোকেশন থেকেই একটি ভিডিও পোস্ট করেছেন শিলাজিৎ। ভিডিও থেকেই স্পষ্ট শটের আগে এই সিরিজের চিত্রনাট্য ঝালিয়ে নিচ্ছেন তিনি। এরপর দর্শকের উদ্দেশ্যে শিল্পী জানান, এবার তৈরি হতে হবে কারণ কিছুক্ষণের মধ্যেই ডাক পড়বে শুটিংয়ের।
