আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফুটবলের দামামা বেজে গেল। তবে ২০২৬ সালের নয়। ফিফা ঘোষণা করল, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে। ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে হবে মরোক্কো,স্পেন ও পর্তুগালে। এই তিন দেশের সঙ্গে যৌথভাবে থাকছে উরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনা। 

ফিফা কংগ্রেসের সভায় বুধবার ভোটের পরে বিশ্বকাপের ভেন্যু নিশ্চিত হয়। ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথমবার  বিশ্বকাপের বল গড়িয়েছিল। সেই নিরিখে বিচার করলে ২০৩০ সালে শতবর্ষ বিশ্বকাপ ফুটবলের। সেই কারণে মরোক্কো, স্পেন ও  পর্তুগালের পাশাপাশি দক্ষিণ আমেরি্কার তিনটি দেশেও ম্যাচ আয়োজন করা হবে। ২০৩০ বিশ্বকাপ আসলে তিন মহাদেশের ছ'টি দেশে হবে। 

এদিকে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ। ২০৩৪ সালে ফের মধ্যপ্রাচ্যেই ফিরছে বিশ্বকাপ ফুটবল। 

২০২৩ সালে ফিফা জানিয়েছিল ২০৩৪ বিশ্বকাপ হবে এশিয়া বা ওশেনিয়াতে। ফিফার এহেন ঘোষণার পরে আগ্রহ প্রকাশ করে অস্ট্রেলিয়া। অক্টোবরে অবশ্য অস্ট্রেলিয়া সরে দাঁড়ানোয় সৌদি আরবেই যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। 

যদিও সৌদি আরবে বিশকাপ আয়োজন নিয়ে বিতর্ক রয়েছে। মানবাধিকার লঙ্ঘনের জন্য নিন্দিত সৌদি আরব। তবে বিতর্ক দূরে সরিয়ে রেখে বিশ্বকাপ হবে সৌদিতেই। উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।