আজকাল ওয়েবডেস্ক: যত কাণ্ড কি অ্যাডিলেডে? আড়াই  দিনে শেষ হয়েছে  পিঙ্ক বল টেস্ট। মহম্মদ সিরাজ ও ট্র্যাভিস হেডের মধ্যে বিতর্ক গড়িয়েছে  আইসিসি পর্যন্ত। ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে সিরাজকে। হেড ছাড় পেয়ে গিয়েছেন। এবার যা জানা গেল, তা আরও আশ্চর্যজনক। 

সিরাজ ও লাবুশেনও জড়িয়ে পড়েছিলেন বিতর্কে। লাবুশেনের দিকে বল ছুড়ে মেরেছিলেন  ভারতের তারকা বোলার। 

লাবুশেন ও সিরাজের মধ্যে ঝামেলার কেন্দ্রে এক দর্শক।  সিরাজ বল করার ঠিক আগের মুহূর্তে সাইটস্ক্রিনের পিছন দিয়ে এক ব্যক্তি হেঁটে চলে যাওয়ায় লাবুশেন শেষ মুহূর্তে ব্যাট না করে সরে যান। এতেই চটে যান সিরাজ। বল ছুড়ে মারন লাবুশেনের  দিকে। হায়দরাবাদি বোলারকে কিু বলতেও দেখা গিয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে জানা যাচ্ছে, লেকি বুর্ট নামে এক ব্যক্তি ‘বিয়ার স্নেক’ হাতে নিয়ে সাইটস্ক্রিনের পিছন দিয়ে ছুটে চলে যান। তিনি জানান, সিরাজকে রাগিয়ে দেওয়ার জন্যই ‘বিয়ার স্নেক’ নিয়ে তিনি চলাফেরা করছিলেন। 

 

?ref_src=twsrc%5Etfw">December 6, 2024

এই 'বিয়ার স্নেক'বানাতে প্রায় ২,৭৫০ অস্ট্রেলিয়ান ডলার খরচ হয়েছে। ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লক্ষ টাকা। 

প্লাস্টিকের বিয়ারের কাপ একত্রিত করে সাপের আকৃতির মতো করে বানানো এই 'বিয়ার স্নেক'। বুর্ট বলেছেন, তাঁরা ৬৭ জন একসঙ্গে খেলা দেখতে গিয়েছিলেন। ২৫০টি বিয়ারের কাপ জমিয়ে তৈরি করেছিলেন 'বিয়ার স্নেক'। এর জন্য তাঁর খরচ হয়েছিল ২ হাজার ৭৫০ অস্ট্রেলিয়ান ডলার। 

গোটা ঘটনায় ক্ষমা চেয়ে নেন বুর্ট। কোনও অপরাধ করেননি বলে জানান তিনি। বুর্টের বক্তব্য, মাত্র এক বলের ব্যাপার ছিল। লাবুশেন পরের বল চার মারায় বুর্ট খুশি। ওই একটা ঘটনা বুর্টকে রাতারাতি বিখ্যাত করে দেয়।