আজকাল ওয়েবডেস্ক: তাঁকে নিয়ে সবার চিন্তা। ছেলেবেলার কোচ বলছেন, শৃঙ্খলা নেই, তাই এই অবস্থা। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি বলছেন, দ্বিতীয় বিনোদ কাম্বলি তৈরি হতে যেও না। আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন। তিনি পৃথ্বী শ। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি ফিরলেন চেনা ছন্দে। মাত্র ২৬ বলে ৪৯ রান করেন পৃথ্বী শ। 

বিদর্ভ প্রথমে ব্যাট করে তোলে ৬ উইকেটে ২২১ রান। রান তাড়া করতে নেমে মুম্বই দুর্দান্ত শুরু করে। বলা ভাল পৃথ্বী শ আক্রমণ নিয়ে যান বিদর্ভের সাজঘরে। দ্বিতীয় বলে ছক্কা হাঁকান। হর্ষ দুবের প্রথম ওভারে আরও দুটো বাউন্ডারি মারেন তিনি।  অজিঙ্ক রাহানেও শুরু থেকে দ্রুত লয়ে রান তুলতে শুরু করেন। দর্শন নলকান্ডের ওভারে শেষ তিনটি বলে বাউন্ডারি মারেন রাহানে।

চার ওভারেই মম্বই করে ফেলে বিনা উইকেটে ৫৩। পঞ্চম ওভারে পৃথ্বী শ  আরও দুটো ছক্কা মারেন। ষষ্ঠ ওভারে আরও একটি ছক্কা হাঁকান। প্রথম পাওয়ারপ্লেতেই মুম্বই করে ফেলে বিনা উইকেটে ৮২ রান। পৃথ্বী শ ২১ বলে করে ফেলেন ৪৯। ১২টি টি-টোয়েন্টি ম্যাচের পরে পঞ্চাশ যখন আসছেই বলে মনে হচ্ছিল, ঠিক সেই সময়ে পৃথ্বী শ আউট হন। পঞ্চাশ রান করতে পারেননি ঠিকই কিন্তু পৃথ্বী শ জবাব দিলেন নিন্দুকদের। বুঝিয়ে দিলেন তিনি শেষ হয়ে যাননি।

রাহানে অন্যদিকে ২৭ বলে পঞ্চাশ রান করেন। ১৬-তম ওভারে আউট হন রাহানে। ৪৫ বলে ৮৪ রান করে ফেরেন তিনি। শেষের দিকে শিবম দুবে ও সূর্যাংশু শেদগের দাপটে ম্যাচ জিতে নেয় মুম্বই। মুস্তাক আলির সেমিফাইনালে পৌঁছে গেলেন রাহানেরা।