আজকাল ওয়েবডেস্ক: দু'ম্যাচের নির্বাসনের খাঁড়া নামল বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকের উপরে। রিয়াল বেটিসের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোয় লাল কার্ড দেখেছেন তিনি। সেই সঙ্গে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাঁকে।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার বার্সার ম্যাচ বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে। হ্যান্সি ফ্লিকের শাস্তি অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্ নয়। লা লিগায় বার্সেলোনার পরবর্তী দুটি ম্যাচ লেগানেস ও অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। নির্বাসনের খাঁড়া নেমে আসায় লা লিগার ওই দুই ম্যাচে দলের রিমোট কন্ট্রোল থাকে না হ্যান্সি ফ্লিকের হাতে।
কোচের এহেন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করবে বার্সা। লা লিগায় গত শনিবার বার্সেলোনার মুখোমুখি হয়েছিল রিয়াল বেটিস। ভিএআর-এ দীর্ঘ সময় দেখার পরে রেফারি পেনাল্টি দেন রিয়ালের অনুকূলে। সেই সময়ে হ্যান্সি ফ্লিক রাগত ভাবে প্রতিক্রিয়া দেখালে রেফারি লাল কার্ড দেখান ফ্লিককে। লাল কার্ডের জন্য যে দুটি ম্যাচে বার্সার ডাগ আউটে থাকতে পারবেন না, সেই খবর আসে এদিনই।
যদিও ফ্লিক জানান, তাঁর এই প্রতিক্রিয়া রেফারিকে উদ্দেশ্য করে নয়। তিনি নিজে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। লাল কার্ড দেখানোয় তিনি হতাশা গোপন করেননি।
এদিকে ঘরোয়া লিগে সময়টা ভাল যাচ্ছে না বার্সার। শেষ পাচটি ম্যাচে মাত্র একটিতে জিতেছে বার্সেলোনা। বাকি চারটি ম্যাচের মধ্যে দু'টিতে হার এবং দুটিতে ড্র করে বার্সেলোনা। লিগ তালিকায় অবশ্য শীর্ষে রয়েছে বার্সেলোনা। দু'নম্বরে রিয়াল মাদ্রিদ।
