আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারল ভারতের মহিলা দল। স্মৃতি মান্ধানার সেঞ্চুরিও পারল না ভারতকে সান্ত্বনা জয় এনে দিতে।
প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার মহিলা দল করেছিল ৬ উইকেটে ২৯৮ রান। রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস শেষ হয় ২১৫ রানে। ৮৩ রানে জিতে অস্ট্রেলিয়ার মহিলা দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিল।
এদিন সাদারল্যান্ডের ১১০, গার্ডনার (৫০) ও অধিনায়ক ম্যাকগ্রার অপরাজিত ৫৬ রান অস্ট্রেলিয়ার মহিলা দলকে পৌঁছে দেয় ৬ উইকেট ২৯৮ রানে।
ভারতীয় বোলারদের মধ্যে অরুন্ধতী রেড্ডি চারটি উইকেট নেন। ভারত ব্যাট করতে নেমে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারল কোথায়! যা লড়ার লড়লেন কেব স্মৃতি মান্ধানা। ১০৯ বলে ১০৫ রান করেন তিনি। ১৪টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন তিনি।
চলতি বছরে ১০ ম্যাচে মান্ধানার এটিই চতুর্থ সেঞ্চুরি। প্রথম ক্রিকেটার হিসেবে উওম্যান্স ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে চারটি সেঞ্চুরির নজির গড়লেন ভারতের তারকা ব্যাটার।
মান্ধানার পরে হরলীন দেও ৩৯ রান করেন। ভারতের সাত জন ব্যাটার দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি। অজি বোলারের মধ্যে গার্ডনার পাঁচটি উইকেট নেন।
