সংবাদ সংস্থা মুম্বই: গত ২৩ জুন দীর্ঘ বছরের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে চারহাত এক করেছেন বলি-অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সাত বছর জাহিরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা গোপন রেখেছিলেন সোনাক্ষী। এই বিষয়ে টুঁ শব্দ শোনা যায়নি জাহিরের মুখেও। তবে বিয়ের পর সমাজমাধ্যমে চুটিয়ে নিজেদের নানা মুহূর্তের ছবি দেওয়া থেকে শুরু করে পরস্পরকে নিয়ে বিভিন্ন কথা ভাগ করেন এই দম্পতি। সম্প্রতি, জাহিরের জন্মদিনে তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সোনাক্ষী। এবং সেই ছবির ক্যাপশনে বলি-অভিনেত্রীর লেখা মন ছুঁয়েছে নেটপাড়ার। 

 

স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোনাক্ষী লিখলেন তাঁর শাশুড়ির পর তিনিই দ্বিতীয় নারী যিনি জাহিরের জন্মের জন্য সবথেকে খুশি। অভিনেত্রী আরও লিখেছেন, বিশ্বের সবথেকে সেরা পুরুষটিকেই বিয়ে করেছেন তিনি। 

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sonakshi Sinha (@aslisona)