আজকাল ওয়েবডেস্ক: পঞ্চায়েত বৈঠক চলাকালীন ধুন্ধুমার কাণ্ড। প্রধানকে বন্দুক উঁচিয়ে হুমকির অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে। আতঙ্কিত প্রধান প্রশাসনের দ্বারস্থ। হাওড়ার বড়গাছিয়া–১ পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ দায়ের হয়েছে স্থানীয় জগৎবল্লভপুর থানায়। প্রধান পূজা হাজরার অভিযোগ, উপপ্রধান মঞ্জুর আলম মল্লিক তাঁকে মারধরের চেষ্টা করেছেন‌। পাল্টা অভিযোগে উপপ্রধানের দাবি, প্রধান তাঁকে মারধর করেছেন। 

পঞ্চায়েত সদস্যরা জানিয়েছেন, পঞ্চায়েতে মিটিং চলছিল। সেখানে ছিলেন প্রধান ও অন্যান্য সদস্যরা। কেন তাঁর এলাকায় ড্রেনের কাজ হচ্ছে না? অভিযোগ তোলেন উপপ্রধান। এই নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। অভিযোগ, বিবাদ চলাকালীন প্রধানকে মারধরের চেষ্টা করেন মঞ্জুর আলম মল্লিক। প্রধানকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন শিল্প সঞ্চালক শফিকুল ইসলাম। অভিযোগ, উপপ্রধান তাঁর লাইসেন্সপ্রাপ্ত বন্দুকের বাঁট দিয়ে তাঁকে মারধর করেছেন। 

প্রধানের অভিযোগ, মিটিং চলার সময় তাঁকে টেবিল চাপড়ে গালমন্দ করেছেন উপপ্রধান। শিল্প সঞ্চালক শফিকুল ইসলাম যখন তাঁকে বাঁচাতে চেষ্টা করেন তখন তাঁকেও উপপ্রধান মারধর করেন বলে তিনি অভিযোগ করেন। প্রধানের অভিযোগ, তিনি যখন থানায় অভিযোগ জানানোর কথা বলেন তখন উপপ্রধান বলেন বন্দুক দিয়ে তিনি গুলি করে দেবেন। বিষয়টি তিনি প্রশাসনের কাছে জানানোর পাশাপাশি দলীয় নেতৃত্বকেও জানিয়েছেন বলে প্রধান জানিয়েছেন।