আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র তিন দিন। শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে বর্ডার–গাভাসকার ট্রফির তৃতীয় টেস্ট। ব্রিসবেনের গাব্বায় হবে টেস্ট। যা গতি ও বাউন্সের জন্য পরিচিত। অস্ট্রেলিয়ায় এর আগে গাব্বা টেস্টে জিতেছিল ভারত। সিরিজ জয়ও হয়েছিল ২–১ ব্যবধানে।
এবার উইকেট কেমন হবে? গাব্বার পিচ কিউরেটর ডেভিড সানডুরস্কির কথায়, মরশুমের শুরু ও শেষে গাব্বার উইকেটের চরিত্রের বদল হয়। এবারও তার অন্যথা হবে না। তাঁর কথায়, ‘এবারের উইকেট কিছুটা ভিন্ন হতে পারে। মরশুমের শুরুর দিক পিচ আরও বেশি তাজা থাকে। মরশুমের শেষে ততটা নয়।’
সানডুরস্কি জানিয়েছেন, পিচ নিয়ে আলাদা কোনও কারুকাজ করা হয়নি। জোরে বোলাররা বাড়তি সাহায্য পাবে এরকম কোনও পরীক্ষাও পিচ নিয়ে করা হয়নি। পারথে যেমন গতি ছিল। এডিলেডেও বাউন্স ছিল। পিচ কিউরেটরের কথায়, ‘উইকেটে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে। প্রতি টেস্টের আগেই এটা করা হয়। এবারও উইকেটে গতি ও বাউন্স থাকবে। বল দ্রুত আসবে ব্যাটে। যার জন্য গাব্বার পরিচিত সেরকমই হবে উইকেট। ঐতিহ্যবাহী গাব্বার উইকেটই তৈরি হচ্ছে।’
টেস্ট সিরিজ এখন রয়েছে ১–১ অবস্থায়। বাকি রয়েছে তিন টেস্ট। এডিলেডে হেরে ভারত বেশ কোণঠাসা। এই অবস্থায় গাব্বার পিচ কিউরেটর যা শোনালেন তাতে আতঙ্ক না চেপে ভারতীয় ব্যাটারদের মধ্যে।
