আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান হারালেন জো রুট। এক নম্বরে চলে এলেন জাতীয় দলে রুটের সতীর্থ হ্যারি ব্রুক। অন্যদিকে বোলারদের তালিকায় শীর্ষে থাকলেন জসপ্রীত বুমরা। আর অলরাউন্ডারদের তালিকার শীর্ষে রবীন্দ্র জাদেজা।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত শতরানের পর শীর্ষে চলে এলেন ব্রুক। তবে রুটের চেয়ে মাত্র এক পয়েন্টে এগিয়ে আছেন ব্রুক। ২৫ বছরের ব্যাটারের রেটিং পয়েন্ট ৮৯৮। আর রুটের ৮৯৭।
প্রসঙ্গত, গত জুলাই থেকে ব্যাটারদের তালিকায় শীর্ষে ছিলেন রুট। কেন উইলিয়ামসনকে সরিয়ে। এবার রুটকে সরিয়ে শীর্ষে এলেন ব্রুক। বেসিন রিজার্ভে দুই ইনিংসে ব্রুক করেছিলেন ১২৩ ও ৫৫। ওই টেস্টেই দুই ইনিংসে রুট করেছিলেন ৩ ও ১০৬।
এদিকে, অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন জাদেজা। রেটিং পয়েন্ট ৪১৫। দুইয়ে আছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। ব্যবধান বহু। পয়েন্ট ২৮৫।
এদিকে, ৮৯০ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে বুমরা। দুইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা (৮৫৬)। আর তিনে জশ হ্যাজলেউড (৮৫১)।
এদিকে, এডিলেড টেস্টে জঘন্য ব্যাটিংয়ের পর ছয় ধাপ নেমে বিরাট চলে গেছেন ২০ নম্বরে। আর রোহিত রয়েছেন ৩১ নম্বরে। তবে যশস্বী আছেন চারে। আর পন্থ আছেন নয়ে। আর শুভমান গিল আছেন ১৭ নম্বরে।
