শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১১ ডিসেম্বর ২০২৪ ১৬ : ১২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের ক্ষমতায়ন এবং গঙ্গা নদীকে বিশুদ্ধ রাখার বার্তা নিয়ে বিএসএফের মহিলা বাহিনীর যে দলটি গঙ্গোত্রী থেকে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বুধবার সকালে, সেই দলটি মুর্শিদাবাদের ফরাক্কা থেকে দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করল।
বুধবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও, খারাপ আবহাওয়ার কারণে তাঁর হেলিকপ্টার মুর্শিদাবাদে এসে পৌঁছতে পারেনি। বিএসএফের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আজ এই যাত্রার সূচনা হয়। সোমবার বিকেলে বিএসএফের ১৮ জন কনস্টেবল এবং দু'জন মহিলা এসআই-কে নিয়ে গঠিত রাফটিং-এর দলটি মুর্শিদাবাদের ফরাক্কায় এসে পৌঁছয়। আজ সেই দলটি ফরাক্কা থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ অক্টোবর গঙ্গোত্রী থেকে এই দলটি যাত্রা শুরু করে এবং ২ নভেম্বর দেবপ্রয়াগে এসে পৌঁছয়। আগামী ২৪ ডিসেম্বর এই রাফটিং দলটির গঙ্গাসাগরে পৌঁছনোর কথা। মোট ৫৩ দিনের এই যাত্রায় মহিলা দলটি প্রায় আড়াই হাজার কিলোমিটার জলপথ অতিক্রম করবে।
মূলত মহিলাদের ক্ষমতায়ন বার্তা এবং গঙ্গা নদীকে স্বচ্ছ রাখার আবেদন নিয়ে বিএসএফের মহিলা বাহিনীর সদস্যরা এই যাত্রা করেছেন। এই দলের অন্যতম সদস্য কনস্টেবল সুস্মিতা চৌধুরী বলেন, 'যারা রাঁধে তারা চুলও বাঁধে। মহিলারা যদি সীমান্ত পাহারা দিতে পারে, মহাকাশে পৌঁছতে পারে, তাহলে জলপথে কেন গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পৌঁছাতে পারবে না! মহিলাদের ক্ষমতায়নের বার্তা নিয়ে আমাদের এই যাত্রা। তার সঙ্গে গঙ্গাকে স্বচ্ছ রাখার জন্যও আমরা সকলের কাছে আবেদন রাখছি।'
এই যাত্রাপথে নিজেদের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে মহিলারা বলেন, 'আমাদেরকে বহু রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এই ঠান্ডায় জলের মধ্যে আমাদের রাতে থাকতে হয়েছে। যাত্রাপথে আমরা সাপ, কচ্ছপ, ডলফিন, কুমির দেখতে পেয়েছি। এই অভিজ্ঞতা আমাদেরকে সমৃদ্ধ করেছে।'
নানান খবর
নানান খবর

সারারাত ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে ঘুম উড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ের পড়ুয়াদের

হাসপাতালে গুলি চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে, কেন?

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে