আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের ক্ষমতায়ন এবং গঙ্গা নদীকে বিশুদ্ধ রাখার বার্তা নিয়ে বিএসএফের মহিলা বাহিনীর যে দলটি গঙ্গোত্রী থেকে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বুধবার সকালে, সেই দলটি মুর্শিদাবাদের ফরাক্কা থেকে দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করল।
বুধবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও, খারাপ আবহাওয়ার কারণে তাঁর হেলিকপ্টার মুর্শিদাবাদে এসে পৌঁছতে পারেনি। বিএসএফের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আজ এই যাত্রার সূচনা হয়। সোমবার বিকেলে বিএসএফের ১৮ জন কনস্টেবল এবং দু'জন মহিলা এসআই-কে নিয়ে গঠিত রাফটিং-এর দলটি মুর্শিদাবাদের ফরাক্কায় এসে পৌঁছয়। আজ সেই দলটি ফরাক্কা থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ অক্টোবর গঙ্গোত্রী থেকে এই দলটি যাত্রা শুরু করে এবং ২ নভেম্বর দেবপ্রয়াগে এসে পৌঁছয়। আগামী ২৪ ডিসেম্বর এই রাফটিং দলটির গঙ্গাসাগরে পৌঁছনোর কথা। মোট ৫৩ দিনের এই যাত্রায় মহিলা দলটি প্রায় আড়াই হাজার কিলোমিটার জলপথ অতিক্রম করবে।
মূলত মহিলাদের ক্ষমতায়ন বার্তা এবং গঙ্গা নদীকে স্বচ্ছ রাখার আবেদন নিয়ে বিএসএফের মহিলা বাহিনীর সদস্যরা এই যাত্রা করেছেন। এই দলের অন্যতম সদস্য কনস্টেবল সুস্মিতা চৌধুরী বলেন, 'যারা রাঁধে তারা চুলও বাঁধে। মহিলারা যদি সীমান্ত পাহারা দিতে পারে, মহাকাশে পৌঁছতে পারে, তাহলে জলপথে কেন গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পৌঁছাতে পারবে না! মহিলাদের ক্ষমতায়নের বার্তা নিয়ে আমাদের এই যাত্রা। তার সঙ্গে গঙ্গাকে স্বচ্ছ রাখার জন্যও আমরা সকলের কাছে আবেদন রাখছি।'
এই যাত্রাপথে নিজেদের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে মহিলারা বলেন, 'আমাদেরকে বহু রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এই ঠান্ডায় জলের মধ্যে আমাদের রাতে থাকতে হয়েছে। যাত্রাপথে আমরা সাপ, কচ্ছপ, ডলফিন, কুমির দেখতে পেয়েছি। এই অভিজ্ঞতা আমাদেরকে সমৃদ্ধ করেছে।'
