শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | 'যে রাঁধে, সে বন্দুকও তুলতে পারে', গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর যাত্রা মহিলা বিএসএফ জওয়ানদের

Pallabi Ghosh | ১১ ডিসেম্বর ২০২৪ ১৬ : ১২Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের ক্ষমতায়ন এবং গঙ্গা নদীকে বিশুদ্ধ রাখার বার্তা নিয়ে বিএসএফের মহিলা বাহিনীর যে দলটি গঙ্গোত্রী থেকে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বুধবার সকালে, সেই দলটি মুর্শিদাবাদের ফরাক্কা থেকে দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। 

বুধবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও, খারাপ আবহাওয়ার কারণে তাঁর হেলিকপ্টার মুর্শিদাবাদে এসে পৌঁছতে পারেনি। বিএসএফের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আজ এই যাত্রার সূচনা হয়। সোমবার বিকেলে বিএসএফের ১৮ জন কনস্টেবল এবং দু'জন মহিলা এসআই-কে নিয়ে গঠিত রাফটিং-এর দলটি মুর্শিদাবাদের ফরাক্কায় এসে পৌঁছয়। আজ সেই দলটি ফরাক্কা থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ অক্টোবর গঙ্গোত্রী থেকে এই দলটি যাত্রা শুরু করে এবং ২ নভেম্বর দেবপ্রয়াগে এসে পৌঁছয়। আগামী ২৪ ডিসেম্বর এই রাফটিং দলটির গঙ্গাসাগরে পৌঁছনোর কথা। মোট ৫৩ দিনের এই যাত্রায় মহিলা দলটি প্রায় আড়াই হাজার কিলোমিটার জলপথ অতিক্রম করবে। 

মূলত মহিলাদের ক্ষমতায়ন বার্তা এবং গঙ্গা নদীকে স্বচ্ছ রাখার আবেদন নিয়ে বিএসএফের মহিলা বাহিনীর সদস্যরা এই যাত্রা করেছেন। এই দলের অন্যতম সদস্য কনস্টেবল সুস্মিতা চৌধুরী বলেন, 'যারা রাঁধে তারা চুলও বাঁধে। মহিলারা যদি সীমান্ত পাহারা দিতে পারে, মহাকাশে পৌঁছতে পারে, তাহলে জলপথে কেন গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পৌঁছাতে পারবে না! মহিলাদের ক্ষমতায়নের বার্তা নিয়ে আমাদের এই যাত্রা। তার সঙ্গে গঙ্গাকে স্বচ্ছ রাখার জন্যও আমরা সকলের কাছে আবেদন রাখছি।'
 
এই যাত্রাপথে নিজেদের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে মহিলারা বলেন, 'আমাদেরকে বহু রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এই ঠান্ডায় জলের মধ্যে আমাদের রাতে থাকতে হয়েছে। যাত্রাপথে আমরা সাপ, কচ্ছপ, ডলফিন, কুমির দেখতে পেয়েছি। এই অভিজ্ঞতা আমাদেরকে সমৃদ্ধ করেছে।'


#womanbsf#murshidabad



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সজোরে গাড়ির ধাক্কা, জাতীয় সড়কে লুটিয়ে পড়ল চিতাবাঘ! ফাঁসিদেওয়ায় হাড়-হিম কাণ্ড...

পোষ্য কুকুরের মাংসকে খাসির মাংস বলে বিক্রি করতে গিয়ে বাজারে গ্রেপ্তার এক...

জাল নোট ছাপার কারিগর গ্রেপ্তার দুবরাজপুরে, উদ্ধার বিভিন্ন সংস্থার লটারির টিকিট...

বিধায়ককে সেভাবে দেখা যায় না, বলাগড়ে গঙ্গা ভাঙন পরিদর্শনে গিয়ে বললেন সাংসদ রচনা ব্যানার্জি...

খবরের দাম ২ লক্ষ, গুলি কাণ্ডের 'খলনায়ক' সাজ্জাক-এর বিষয়ে পুরস্কার ঘোষণা পুলিশের ...

যে ডিগ্রি লেখেন, তা অর্জনই করেননি! আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস পাঠাল মেডিক্যাল কাউন্সিল ...

কাজ থেকে ফেরার পথে খুন যুবক, রিষড়া কাণ্ডে ধোঁয়াশা কাটছে না কিছুতেই...

ডিভিসির ছাড়া জলে রাতারাতি ডুবে গিয়েছিল চাষের জমি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল প্রশাসন...

 ৫২ দিনে দোষী সাব্যস্ত অভিযুক্ত, দ্রুত বিচার চুঁচুড়া জেলা আদালতে...

রসের কড়াইয়ে সাঁতার কাটা মাসকলাইয়ের জিলিপি আর শাঁকালু, এই মেলার আকর্ষণ এটাই...

ভর সন্ধ্যায় পেটে ছুরি মেরে যুবক খুন, চাঞ্চল্য রিষড়ায়!...

জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার...

পৌষ সংক্রান্তির আবহে ঢেঁকির দেখা মেলে গ্রামে, হুগলির এই বাড়িতেই ভিড় জমান মহিলারা ...

পূণ্যার্থীদের ফেলা বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাসাগরে তৈরি হবে নতুন রাস্তা...

'মাই এফআইআর পোর্টাল', কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশের উদ্যোগ...



সোশ্যাল মিডিয়া



12 24