আজকাল ওয়েবডেস্ক: অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হতে চলেছে দিঘায় জগন্নাথ মন্দিরের। আগামী বছরেই দিঘায় শুরু হবে রথযাত্রাও। বুধবার মন্দির পরিদর্শনের পর জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মন্দিরের নীলনকশাও স্পষ্ট করে দেন মমতা। সঙ্গে জানান, রথযাত্রায় সোনার ঝাড়ু বানিয়ে দেবেন তিনি। এই উদ্দেশ্যে নিজের অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী।
জগন্নাথ মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে মঙ্গলবারই দিঘা যান মুখ্যমন্ত্রী। বুধবার বেলা দেড়টা নাগাদ মন্দির চত্বরে যান মমতা। সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, জেলাশাসক, বিধায়ক। এছাড়াও ছিলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, ‘আগামী তিন মাসের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে। আগামী অক্ষয়া তৃতীয়ায় মন্দিরের উদ্বোধন হবে। আগামী বছর হবে রথযাত্রাও।’
প্রসঙ্গত, আগামী বছরের ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া। ওই দিনই হবে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। মমতা আরও জানান, একটি ট্রাস্টি তৈরি করা হয়েছে মুখ্যসচিবের নেতৃত্বে। সেই ট্রাস্টিতে ১৫ থেকে ২০ জন সদস্য থাকবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। থাকবেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, জেলার পুলিশ সুপার, ইসকন এবং সনাতন ধর্মের প্রতিনিধি এবং দিঘার মাসির বাড়ি জগন্নাথ দেবের মন্দিরে যিনি পুজো করতেন তিনি। মমতা জানিয়েছেন, ২২ একর জমির উপর মন্দির তৈরি করতে প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার।
