আজকাল ওয়েবডেস্ক: এগরা পুরসভার এক প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় সাত কোটি টাকা সহ কয়েক ভরি সোনার গয়না উদ্ধার করল রাজ্যের দুর্নীতিদমন শাখা। এখনও তল্লাশি চলছে। জানা গেছে, দুর্নীতি দমন শাখার তদন্তকারীরা এগরার ব্যাঙ্কে তল্লাশি চালাচ্ছেন। 

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা অবধি পুরসভার সাত নম্বর ওয়ার্ডে কসবা­-এগরা এলাকায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চন্দন দাসের বাড়িতে তল্লাশি চলে। সঙ্গে কলকাতার ফ্ল্যাটেও অভিযান চালানো হয়। সূত্রের খবর, ওই ইঞ্জিনিয়ার এগরা পুরসভায় কর্মরত থাকাকালীন তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এরপর তাঁকে ধূপগুড়ি পুরসভায় বদলি করে দেওয়া হয়েছিল। আগামী বছর ফেব্রুয়ারি মাসে তিনি অবসর নেবেন। এদিন ওই ইঞ্জিনিয়ারের বাড়িতে দুর্নীতিদমন শাখা তল্লাশিতে আসে।