আজকাল ওয়েবডেস্ক:‌ তুমুল চাপে রোহিত শর্মা। ব্যাটে রান নেই। এডিলেড টেস্টে হার। ব্রিসবেন টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছেন হিটম্যান। গাব্বাতেও সম্ভবত পাঁচ বা ছয় নম্বরেই নামবেন রোহিত। 


এডিলেডে দুই ইনিংস মিলিয়ে ৯ রান করেছিলেন রোহিত। তিনি ছন্দে না ফিরলে দলের যে বিপদ তা জানিয়ে দিয়েছেন চেতেশ্বর পুজারা। অস্ট্রেলিয়ার মাটিতে গত বর্ডার–গাভাসকার ট্রফিতে বুক চিতিয়ে লড়েছিলেন পুজারা। সেই পুজারা বলছেন, ‘‌রোহিত দ্রুত রানে ফিরুক। না হলে এটা অধিনায়কত্বেও প্রভাব ফেলবে। যেমন রোহিত রানে থাকলেও অধিনায়কত্বেও একটা চনমনে ভাব থাকে। এটা ঘটনা রোহিত অভিজ্ঞ ক্রিকেটার। কীভাবে রান করতে হয় তা জানে। এখন হয়ত রানে নেই। একটা ভাল শুরু রোহিতকে বড় রান এনে দিতে পারে। আপাতত ব্যাট করতে নেমে ২০–৩০ রান লক্ষ্য করুক রোহিত। তারপর বড় রানের দিকে এগোক। তাই একটা ভাল শুরুর চেষ্টা করুক রোহিত। একবার পেয়ে গেলে বড় রান আসবেই।’‌ 


পারথ টেস্টে ২৯৫ রানে জিতলেও এডিলেড টেস্টে দশ উইকেটে হেরেছে ভারত। ১–১ অবস্থায় রয়েছে সিরিজ। বাকি আর তিন টেস্ট। এই জায়গা থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে অন্তত দুটি টেস্ট জিততেই হবে ভারতকে। না হলে অনেক জটিল অঙ্ক চলে আসবে। প্রসঙ্গত, ব্রিসবেনে এর আগেরবার টেস্ট জিতেছিল ভারত। দুরন্ত ইনিংস খেলেছিলেন পন্থ।