আজকাল ওয়েবডেস্ক: দেশের অন্যতম ভরসার ব্যাঙ্ক হিসাবে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে এসবিআই। দেশের বেশিরভাগ মানুষ এখানেই নিজেদের ফিক্সড ডিপোজিটের টাকা রাখতে পছন্দ করেন। সিনিয়র সিটিজেন থেকে শুরু করে জেনারেল সিটিজেন সকলের জন্যই বিশেষ অফার থাকে এসবিআইয়ের হাতে।

 

এখানে রয়েছে ৪৪৪ দিনের অমৃত বৃষ্টি স্কিম। সেখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৭.২৫ শতাংশ সুদ। ১ বছরের ফিক্সড ডিপোজিটে পাবেন ৬.৮০ শতাংশ হারে সুদ। ৩ বছরের জন্য ফিক্সড ডিপোজিটে পাবেন ৬.৭৫ শতাংশ হারে সুদ। ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিটে পাবেন ৬.৫০ শতাংশ হারে সুদ। 


এবার আসি সিনিয়র সিটিজেনদের দিকটিতে। সেখানে ৪৪৪ দিনের অমৃত বৃষ্টি স্কিমে থাকছে ৭.৭৫ শতাংশ হারে সুদ। ১ বছরের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার পাবেন ৭.৩০ শতাংশ। ৩ বছরের জন্য সুদের হার থাকছে ৭.২৫ শতাংশ। ৫ বছরের জন্য সুদের হার থাকবে ৭.৫০ শতাংশ।  


এসবিআই দেশের ভরসার অন্যতম সেরা একটি ব্যাঙ্ক। সেখান থেকে যদি ভাল সুদের হার মেলে তাহলে আমজনতা সেখানেই বিনিয়োগ করে থাকেন। নিজের হিসাব অনুসারে এসবিআই সকলের জন্য যে সুদের হার ধার্য করে থাকেন তা সঠিক বিচার করেই তৈরি করা হয়। এজন্য প্রতিটি সময়েই এসবিআই অন্য ব্যাঙ্কগুলিকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে রয়েছে।

 

ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে তারা যে অফারগুলি দেয় সেগুলি অল্প সময়ের মধ্যে ভাল রিটার্ন এনে দেয়। অন্য ব্যাঙ্কগুলি তাদের সুদের হার নিয়মিত পরিবর্তন করলেও এসবিআই সেটা খুব একটা করে না। ফলে যতদিন অতিবাহিত হয়ে চলেছে ততই এসবিআইতে বিনিয়োগ করার কথা অনেক বেশি ভাবছেন গ্রাহকরা।