আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচলাবস্থা এখনও অব্যাহত। এই পরিস্থিতিতে পাকিস্তান যদি টুর্নামেন্ট থেকে নাম তুলে নেয়, তাহলে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। শুধু তাই নয়, আইসিসি পিসিবির বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিতে পারে। এমনকী আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকিস্তানকে নির্বাসিতও করা হতে পারে।
 
 পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়েছে, হাইব্রিড মডেলই যদি মানতে হয় তাহলে ২০২৭ সাল অবধি এই মডেলই মানা হোক। ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে, তাহলে পাকিস্তানও যাবে না ভারতে খেলতে।
 
 প্রসঙ্গত, ২০২৫ সালে ভারতে হবে মহিলাদের বিশ্বকাপ। ২০২৬ সালে রয়েছে টি২০ বিশ্বকাপ। 
 
 আইসিসির এক আধিকারিক জানিয়েছেন, এই বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া অত সহজ হবে না। তাদের হাইব্রিড মডেল মানা না হলেও। আইসিসির তরফে এক আধিকারিক জানিয়েছেন, ‘পাকিস্তান ইতিমধ্যেই অন্য দেশগুলির মতো টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল হিসেবে চুক্তিপত্রে সই করে ফেলেছে।’ ওই আধিকারিক আরও জানিয়েছেন, ‘আইসিসি যখন ব্রডকাস্টিং স্বত্ব নিয়ে চুক্তি করে ফেলে কোনও ইভেন্টের জন্য তখন সমস্ত অংশগ্রহণকারী দেশগুলিকে নিশ্চিত করতে হয় টুর্নামেন্ট খেলার বিষয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিও এর ব্যতিক্রম নয়।’ 
 
 গত সপ্তাহেই আইসিসি মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করার। যেখানে ভারতকে দুবাইয়ে খেলার বিষয়ে মান্যতা দেওয়া হয়েছে। পাশাপাশি পিসিবি জানিয়েছে, ২০২৭ অবধি আইসিসি টুর্নামেন্ট হোক হাইব্রিড মডেলে। 
