রবিবার ১৯ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | এই সাতটি মিউচুয়াল ফান্ডে আগামী ১০ বছরে সর্বোচ্চ রিটার্ন মিলবে, জেনে নিন কোনগুলি

Sumit | ১১ ডিসেম্বর ২০২৪ ১২ : ২৩Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: এসআইপি মানেই হল দীর্ঘসময় ধরে বিনিয়োগ করা। এখানে বিভিন্ন সেক্টর রয়েছে। সেখানে যদি সঠিক পরিকল্পনা করে বিনিয়োগ করতে পারেন তাহলে দিনের শেষে দেখা যাবে ভাল রিটার্ন এসেছে আপনার হাতে। সাতটি মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব যেখানে বিনিয়োগ করলেই মিলতে পারে ভাল ফল।


কোয়ান্ট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড
এখানে ৫ বছরের সময়ে এসআইপি রিটার্ন পাওয়া যাবে ২৬.৯২ শতাংশ করে। এখানে ১ হাজার টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ১২ হাজার টাকার এসআইপি করতে পারেন তাহলে ১০ বছরে মোট টাকা হবে ১৫ লক্ষ। তবে আপনি হাতে পাবেন ৬২ লক্ষ ৫৬ হাজার ৮৩৫ টাকা।


ইনভেস্কো ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফান্ড
এখানে ১০ বছরের সময়ে এসআইপি রিটার্ন পাওয়া যাবে ২৫.১ শতাংশ করে। এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ১২,৫০০ টাকা করে এসআইপি করতে পারেন তাহলে ১০ বছরে সেটা হয়ে যাবে ৫৬ লক্ষ ৬৯ হাজার ৫৬ টাকা।


আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেকনোলজি ফান্ড
এখানে ১০ বছরের সময়ে এসআইপি রিটার্ন পাওয়া যাবে ২৪.৩৮ শতাংশ করে। এখানে ১০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ১২,৫০০ টাকা করে এসআইপি করতে পারেন তাহলে ১০ বছরে সেটা হয়ে যাবে ৫৪ লক্ষ ৫২ হাজার ৩১৩ টাকা।


আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড
এখানে ১০ বছরের সময়ে এসআইপি রিটার্ন পাওয়া যাবে ২৪.২২ শতাংশ করে। এখানে ১০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ১২,৫০০ টাকা করে এসআইপি করতে পারেন তাহলে ১০ বছরে হাতে পাবেন ৫৪ লক্ষ ৬ হাজার ৬২৭ টাকা।


ফ্র্যাঙ্কলিন বিল্ড ইন্ডিয়া ফান্ড
এখানে ১০ বছরের সময়ে এসআইপি রিটার্ন পাওয়া যাবে ২৪.০৮ শতাংশ করে। এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ১২,৫০০ টাকা করে এসআইপি করতে পারেন তাহলে ১০ বছরে হাতে পাবেন ৫৩ লক্ষ ৬৩ হাজার ৯৩৫ টাকা।


এলআইসি এমএফ ইনফ্রাস্ট্রাকচার ফান্ড
এখানে ১০ বছরের সময়ে এসআইপি রিটার্ন পাওয়া যাবে ২৪.০৪ শতাংশ করে। এখানে ২০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ১২,৫০০ টাকা করে এসআইপি করতে পারেন তাহলে ১০ বছরে হাতে পাবেন ৫৩ লক্ষ ৫৩ হাজার ১৯৭ টাকা।


ডিএসপি ইন্ডিয়া টাইগার ফান্ড

এখানে ১০ বছরের সময়ে এসআইপি রিটার্ন পাওয়া যাবে ২৪.০৩ শতাংশ। এখানে ১০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ১২,৫০০ টাকা করে এসআইপি করতে পারেন তাহলে ১০ বছরে হাতে পাবেন ৫৩ লক্ষ ৫০ হাজার ৩৪৬ টাকা।


#Mutual Funds #SIP Returns#monthly SIP#investment#scheme#Highest SIP Returns



বিশেষ খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24