আজকাল ওয়েবডেস্ক: ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিজেপি নেতা। খরচ করেছিলেন লক্ষ লক্ষ টাকা। কিন্তু দিন কয়েকের মধ্যেই তাঁর স্ত্রীর আরও দেখা পাওয়া যাচ্ছে না। বিয়ের পরেই স্ত্রী পালিয়ে গেছেন বলে অভিযোগ বিজেপি নেতার। থানায় অভিযোগ জানাতে গিয়ে আরও একগুচ্ছ তথ্য ফাঁস করলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতা রাকেশ গুপ্ত বিহারের কিশানগঞ্জের বাসিন্দা। বিজেপি যুব মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক তিনি। ৬ ডিসেম্বর বিহারেই তাঁর বিয়ের আসর বসেছিল। রাকেশ জানিয়েছেন, বিয়ের পর্ব মিটতেই কনেপক্ষ স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যায়। তাঁর সঙ্গে এক বাড়িতে থাকতে আপত্তি জানান স্ত্রীর আত্মীয়রা। তখন থেকেই সন্দেহ হয়েছিল তাঁর।
রাকেশের স্ত্রী ঈশিকার বাড়ি বাংলার শিলিগুড়িতে। সম্প্রতি স্ত্রীর মা ফোন করে রাকেশকে জানান, তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তিনি যেন দ্রুত শিলিগুড়িতে চলে আসেন। ফোন পেয়েই শিলিগুড়িতে পৌঁছন রাকেশ। সেখানে পৌঁছেই চমকে যান। জানতে পারেন, ঈশিকা নিখোঁজ। পাশাপাশি শ্বশুরবাড়ির তরফেও তাঁদের বিয়ের বিষয়টি অস্বীকার করে।
রাকেশ শিলিগুড়ি পৌঁছে জানতে পারেন, ঈশিকা আগেও একটি বিয়ে করেছেন। রাকেশের থেকে জমি, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন। পুলিশকে বিজেপি নেতা জানিয়েছেন, তাঁর থেকে ৩০ লক্ষ টাকা নিয়েছেন ঈশিকা। টাকা নিয়েই প্রথম স্বামীর সঙ্গে পালিয়ে গিয়েছেন তিনি। রাকেশের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ঈশিকার প্রথম বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
