আজকাল ওয়েবডেস্ক: একটানা ২৪ ঘণ্টা মা কালীর সাধনায় মগ্ন ছিলেন এক পুরোহিত। আকাঙ্ক্ষা ছিল, সাধনা শেষে মা কালী তাঁকে দেখা দেবেন। কিন্তু শেষপর্যন্ত আশাহতই হলেন। ২৪ ঘণ্টা সাধনা করেও মা কালীর দেখা পাওয়া গেল না। শেষমেশ চরম পদক্ষেপ করলেন পুরোহিত। দেবী মূর্তির সামনে নিজের গলা কেটে আত্মঘাতী হলেন তিনি। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে। পুলিশ সূত্রে খবর, ৪০ বছর বয়সি পুরোহিত অমিত শর্মা দীর্ঘদিন ধরেই মা কালীর সাধনা করেন। গাই ঘাট এলাকায় মঙ্গলবার নিজের বাড়িতে দেবীর পুজো করছিলেন। আচমকা ধারাল অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মঘাতী হন। 

অমিত শর্মার স্ত্রী জুলি পুলিশকে জানিয়েছেন, সেদিন তিনি রান্নাঘরে ছিলেন। আচমকা ঘর থেকে রক্তের স্রোত দেখে ছুটে আসেন। ঠাকুরঘরের দরজা খুলে দেখেন স্বামী রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছেন। চিৎকার করে প্রতিবেশীদের খবর দেন। তাঁরাই পুরোহিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুরোহিতের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

জুলি পুলিশকে আরও জানিয়েছেন, একটানা ২৪ ঘণ্টা মা কালীর পুজো করছিলেন অমিত। ঠাকুরঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। আশা করেছিলেন, মা কালী তাঁকে দেখা দেবেন। মাঝে মাঝেই চিৎকার করে বলছিলেন, 'মা কালী, দেখা দাও'। এর কিছুক্ষণ পরেই তাঁর গলার স্বর আর শোনা যায়নি। দেবীর দেখা না পাওয়ায় হতাশায় নিজেকে শেষ করেছেন বলে দাবি স্ত্রীর।