আজকাল ওয়েবডেস্ক : ১ ডিসেম্বর থেকে পর্যটকদের উদ্দেশ্যে খুলে গিয়েছে উত্তর সিকিম। দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর এই পর্যটন কেন্দ্রটি আবার চালু হওয়ার ফলে আনন্দের এক নতুন হাওয়া বইছিল। অপরদিকে, উত্তর সিকিমের লাচেন, লাচুংসহ বিভিন্ন এলাকায় তুষারপাত হওয়ায় উৎফুল্ল পর্যটকদের সংখ্যা বেড়েছে।
ইতিমধ্যে, গতকাল থেকে লাচুং এর পর লাচেন যাওয়ার পথ খুলে দেওয়া হয়েছে। তুষারপাতের কারণে উত্তর সিকিমের একাধিক এলাকা সাদা বরফের চাদরে ঢেকে গেছে, যার ফলে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় লক্ষ করা যাচ্ছে।
উত্তর সিকিমের তুষারপাত নজর কাড়ছে পর্যটকদের। এই অভূতপূর্ব দৃশ্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে পর্যটকরা এসেছেন। তারা তুষারপাতের দৃশ্য ক্যামেরাবন্দি করছেন এবং জমে থাকা বরফ দিয়ে খেলার মধ্যে মগ্ন। উত্তর সিকিমের রাস্তার দু’ধারে যেন বরফের মোড়। গাছ, গাড়ি, বাড়ি—সবকিছুর ওপরই বরফের আচ্ছাদন, আর এই অপরূপ সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করছে।
