আজকাল ওয়েবডেস্কঃ শীতকাল হোক বা বর্ষা, প্রতিদিন মাথায় চিরুনি দিলেই চুল উঠবে, এটা স্বাভাবিক ঘটনা। তবে অতিরিক্ত চুল উঠলে সেটা স্বাভাবিক ঘটনা থাকে না। এমনকি মাথায় তোয়ালে দিলেও যদিও চুল ওঠে তাহলে বিষয়টি নিয়ে ভাবা দরকার। পেঁয়াজের মধ্যে সালফার রয়েছে। এর জেরেই পেঁয়াজের গন্ধ ঝাঁঝালো হয়। আবার এই সালফারই চুলের ফলিকলকে শক্তিশালী করতে এবং চুলের সমস্যা দূর করতে সাহায্য করে। তবে ঘরেই তৈরি করুন পেঁয়াজের রস দিয়ে হেয়ার প্যাক যা কিছুদিনের মধ্যেই আপনার চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে। কীভাবে বানাবেন এই প্যাক জেনে নিন।

একটি গোটা পেঁয়াজকে ঘষে নিন। সেই ঘষা পেঁয়াজ থেকে নিংড়ে রস বের করে নিন। আলাদা একটি পাত্রে দু'চামচ করে অ্যালোভেরা জেল ও নারকেল তেল নিন। ভাল করে মিশিয়ে তারপর পেঁয়াজের রস দিন। সব উপকরণগুলো আবার মিশিয়ে নিন। সপ্তাহে তিনদিন স্নানের আগে এই হেয়ার প্যাক তুলোর বল করে স্ক্যাল্পে লাগিয়ে রাখুন। আধঘন্টা লাগিয়ে রাখুন। শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। 

পেঁয়াজের রস নিয়মিত স্ক্যাল্পে মাসাজ করলে ছত্রাক সংক্রমণও নিয়ন্ত্রণে চলে আসবে এবং খুশকি দূর হবে।খুশকি এবং অন্যান্য ছত্রাক সংক্রমণ কমিয়ে স্ক্যাল্পের সুস্বাস্থ্য ফেরাতে পেঁয়াজের রসের পরোক্ষ ভূমিকা রয়েছে। কারণ, এতে অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান পাওয়া যায়, যেগুলি সংক্রমণ কমাতে পারে। ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে এই সব্জিতে। যা শরীরে ফ্রি র‌্যাডিক্যালের সমতা বজায় রাখে। ফলে চুলের ফলিকলগুলি ক্ষতিগ্রস্ত হয় না। তবে যাঁদের সালফারে অ্যালার্জি রয়েছে, তাঁরা পেঁয়াজের রস মাথায় মাখবেন না। ত্বকের চিকিৎসকের পরামর্শ নিয়ে প্যাচ টেস্ট করিয়ে তবেই পেঁয়াজের রস চুলে মাখা যেতে পারে।