সংবাদসংস্থা মুম্বই: ১৯৯৪ সালের ডিজনির অ্যানিমেশন ফিল্ম ‘দ্য লায়ন কিং’-এর গল্প অনুযায়ী তৈরি হয়েছিল সমনামী লাইভ অ্যাকশন ছবি। ‘দ্য লায়ন কিং’-এর এই রিমেকের হিন্দি ভার্সনে ‘মুসাফা’র চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান এবং 'সিম্বা'র গলায় শোনা গিয়েছিলেন আরিয়ান খানের আওয়াজ। এবার মুক্তি পেতে চলেছে ‘দ্য লায়ন কিং’-এর প্রিক্যুয়েল ‘মুসাফা’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির ইংরেজি ও হিন্দি-দু'টি ভার্সনের একাধিক ঝলক।  ঝলক থেকেই স্পষ্ট এই ছবিতে ফের একবার তাঁর গমগমে কণ্ঠ দিয়ে প্রেক্ষাগৃহ মাতিয়ে রাখতে চলেছেন শাহরুখ। বলাই বাহুল্য শাহরুখ রয়েছেন সেই ‘মুসাফা’র চরিত্রেই।  এই ছবিতেও তাঁকে সঙ্গ দেবেন আরিয়ান। এবং শাহরুখের ছোট্ট ছেলে আব্রাম! এই প্রথম বাবা ও দাদার সঙ্গে একই ছবিতে কাজ করতে চলেছে 'মন্নত'-এর সবথেকে ছোট সদস্য।

 

সম্প্রতি, শাহরুখ জানিয়েছেন এই ছবিতে ডাবিংয়ের জন্য ভীষণ খেটেছে ছোট্ট আব্রাম। শাহরুখ জানান, নিজের হিন্দি উচ্চারণ নিখুঁত করার জন্য আব্রাম ওর দিদির সঙ্গে দিন-রাত নিজের সংলাপ মুখস্থ করেছে। বিশেষ করে ১৫-২০টি লাইন এমন রয়েছে যা লাগাতার আব্রাম অনুশীলন করে গিয়েছিল।  “ ‘দ্য ইনক্রেডিবলস’-এও আরিয়ানের সঙ্গে ডাব করেছিলাম। সেটা ‘মুফাসা’-র তুলনায় অনেক বেশি কঠিন ছিল। কিন্তু এই ছবির জন্য আমার দুই ছেলে যেভাবে একাগ্রতা দেখিয়েছে, তাতে আমি সত্যিই মুগ্ধ। নিজেদের প্রতিটি সংলাপ নিখুঁত ও সঠিকভাবে উচ্চারণ করার জন্য বেশ খেটেছে তাঁরা। এই ছবির জন্য গোটা খান পরিবার একসঙ্গে খেটেছে সেটা বলতে পারি। আর এক ছবিতে দুই ছেলের সঙ্গে প্রথমবার কাজ করছি। এই ছবি আমার হৃদয়ের খুব কাছের হয়ে থাকবে বরাবর।” 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Walt Disney Studios India (@disneyfilmsindia)