সংবাদসংস্থা মুম্বই: সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোনু। সেখানে তিনি রাজনীতিকদের কনসার্টে উপস্থিত থাকার জন্য নিষেধ করেছেন আর যদি একান্ত উপস্থিত থাকতেই হয়, তাহলে তাঁদের কী করণীয় সেসব বলেছেন! এবং সোনুর সেইসব শর্ত ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সমাজমাধ্যমে। ওই ভিডিওতে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকেও আকারে ইঙ্গিতে একহাতে নিয়েছেন এই জনপ্রিয় বলি-গায়ক।  

 

কেন হঠাৎ রেগে গিয়েছেন সোনু নিগম? সম্প্রতি রাজস্থানে একটি অনুষ্ঠানে গান করেন সোনু। গায়কের অভিযোগ, সেখানে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ছাড়াও একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে সোনুর অনুষ্ঠান চলার মাঝেই তিনি ও তাঁর পারিষদরা আসন ছেড়ে বেরিয়ে যান। ভিডিওতে সোনুকে বলতে শোনা যায়, “দেখলাম অনুষ্ঠানের মাঝে মুখ্যমন্ত্রী এবং তাঁর সঙ্গীরা হঠাৎ আসন ছেড়ে উঠে চলে যান। তাঁদের দেখাদেখি বাকি সম্মানিত অতিথিরাও সেই একই কাজ করেন। দেশের রাজনীতিকদের একটাই প্রশ্ন করতে চাই, আপনারা-ই যদি শিল্পীদের সম্মান না করেন, তা হলে বাকিরা কী করবেন? আমি এর আগে কোনওদিন এরকম ঘটনার সম্মুখীন হইনি। এই ধরনের আচরণ শিল্প এবং শিল্পীদের প্রতি সম্মান সম্পর্কে ভুল বার্তা পাঠায়।” 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sonu Nigam (@sonunigamofficial)