আজকাল ওয়েবডেস্ক: পারথে ২৯৫ রানে ধরাশায়ী হওয়ার পর দ্বিতীয় টেস্টে দারুণ কামব্যাক করে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্টে ১০ উইকেটে জেতেন প্যাট কামিন্সরা। অ্যাডাম গিলক্রিস্ট মনে করেন, পারথ টেস্টে হারের পর সমালোচনায় বিদ্ধ হয়ে যায় অস্ট্রেলিয়া দল। এটাই তাঁদের প্রত্যাবর্তনের প্রধান কারণ। গিলক্রিস্ট বলেন, 'কামিন্সের সেলিব্রেশন দেখলেই বোঝা যায় ও কতটা স্বস্তি পেয়েছে। প্রত্যেক উইকেটের পর অজি অধিনায়কের আগ্রাসন বাড়ে। তবে কন্ট্রোল হারায়নি। পারথে হারার পর সমালোচনার মুখে পড়তে হয় দলকে। ওরা নিজেরাও নিশ্চয়ই পারফরম্যান্সে খুব হতাশ হয়েছিল। তাই অ্যাডিলেডে জয়ের সেলিব্রেশন থেকেই উচ্ছ্বাস স্পষ্ট ছিল। বুঝতে পারে, আবার একই জায়গায় চলে এসেছে দুই দল।' 

অজিদের প্রত্যাবর্তনের জন্য প্যাট কামিন্সের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার তারকা উইকেটকিপার ব্যাটার। পারথে জঘন্য পারফরম্যান্সের পর রাতারাতি দুরন্ত কামব্যাকের কৃতিত্ব দিলেন অজি‌ নেতাকে। কামিন্স বলেন, 'কামিন্স অসাধারণ খেলেছে। ওকে দেখে মনে হচ্ছিল, পারথে বিভীষিকার পর দলের তেল এবং গ্রিজ বদল করে ফেলেছে। আত্মবিশ্বাসে ফুটছিল। দেখে খুব ভাল লাগছিল।' গোলাপী বলের টেস্টে অস্ট্রেলিয়ার পেস ত্রয়ী ভারতীয় লাইন আপকে শেষ করে দেয়। ২০ উইকেট তুলে নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড। মাত্র এক ওভার বল করেন নাথান লিয়ন। ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু তৃতীয় টেস্ট। সেখানেও অস্ট্রেলিয়ার বিধ্বংসী পেস ত্রয়ীর মোকাবিলা করতে হবে রোহিত, বিরাটদের।