আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবার মুর্শিদাবাদের কান্দি থানার গোকর্ণ এলাকায় বাস এবং লরির সংঘর্ষে আহত হন অন্তত ২৫ জন যাত্রী। তার মধ্যে একাধিক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের বহরমপুর থেকে কান্দির দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। গোকর্ণ হাসপাতালের কিছুটা আগে একটি ডাম্পারকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধান ভর্তি একটি লরির পিছনে ধাক্কা মারে। আহত হন ২৫ জন বাস যাত্রী। পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তারপর সেখান থেকে তাদেরকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

আজিজুল মল্লিক নামে এক বাস যাত্রী জানিয়েছেন, ‘‌মাকে সঙ্গে নিয়ে বহরমপুর থেকে কান্দি যাচ্ছিলাম। গোকর্ণ এলাকায় একটি ডাম্পারকে ওভারটেক করতে গিয়ে বাসটি ধান বোঝাই একটি লরির পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসের মধ্যে এদিক–ওদিক ছিটকে পড়েন যাত্রীরা।’‌ তিনি আরও বলেন, ‘‌মায়ের পা ভেঙে গেছে। তাছাড়া বাসের প্রায় সব যাত্রীই কমবেশি জখম হয়েছেন।’‌ দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিটিকে আটক করেছে পুলিশ।