আজকাল ওয়েবডেস্ক: এখনও গোল করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিতে পারেন কেরিয়ারের  সায়াহ্নে পৌঁছেও। এহেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গাড়ির সংখ্যা বাড়ছে।

সম্প্রতি সিআর সেভেন  বিএমডব্লু, দ্য এক্সএম গাড়িটি উপহার হিসেবে পেয়েছেন। আল নাসেরে তাঁর সতীর্থরাও এই গাড়ি উপহার হিসেবে পেয়েছেন। গাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৫৫ হাজার ইউরো। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১,৩৮,৫২, ৮১৫। রোনাল্ডোর সম্ভারে যে সব গাড়ি রয়েছে, এই উপহার পাওয়া গাড়িটির দাম নাকি অনেকটাই কম।

রোনাল্ডোর নতুন গাড়ির ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। রোনাল্ডোর গ্যারাজে রয়েছে বিলাসবহুল সব গাড়ি। রোলস রয়েস, ল্যাম্বোরঘিনি, ফেরারি, বুগাত্তি, পোর্শের মতো গাড়ি রয়েছে। সেই রোনাল্ডো আরও একটি নতুন গাড়ি উপহার পেলেন।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by نادي النصر السعودي (@alnassr)