সংবাদসংস্থা মুম্বই: মুক্তি পেল ‘বেবি জন’ ছবিটির ঝলক। ঝলকের গোটা ভিডিও জুড়েই দুর্দান্ত অ্যাকশন। সঙ্গে রয়েছে মেয়েকে আগলানোর শপথ। প্রাণ বাজি রেখে হলেও একজন বাবা সন্তানের জন্য কী করতে পারেন সেটারই আভাস দিল ট্রেলার। ঝলকে ছবির কখন পুলিশ হিসেবে অ্যাকশন করতে দেখা যায় বরুণ ধাওয়ানকে, কখনও সাধারণ মানুষ হিসেবে। কীর্তি সুরেশকে দেখা গেল ‘বেবি জন’-এর স্ত্রী হিসাবে। বিশেষ একটি চরিত্রে যে থাকছেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি, স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল তারও। খলনায়ক হিসেবে ঝলকেই ধরা দিয়েছেন জ্যাকি শ্রফ। এবং একেবারে শেষে এক মুহূর্তের ভগ্নাংশের সময়ের জন্য হাজির হয়েছেন সলমন খান! আরও ভাল করে বললে দেখা গিয়েছে সলমনের ঠান্ডা চাউনির এক ঝলক। আর এই দেখেই গোঁসা করেছে নেটপাড়া।
বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, আগামী ছবি ‘বেবি জন’-এ অতিথি শিল্পী হিসাবে হাজির হবেন সলমন। তবে পর্দায় অল্প সময়ের জন্য হলেও সলমনের চরিত্রটি নাকি বেশ গুরুত্বপূর্ণ। ফিসফাস শোনা যাচ্ছে, বরুণের সঙ্গে দুরন্ত সব অ্যাকশন করতে দেখা যাবে 'টাইগার'কে। ছবির প্রযোজক অ্যাটলির অনুরোধেই নাকি ‘বেবি জন’-এ অভিনয় করতে রাজি হয়ে গিয়েছেন সলমন। ঝলক থেকেই সত্যি হল সেই জল্পনা।
পরতে পরতে টানটান থ্রিল থাকার পাশাপাশি বন্দুকের কানফাটানো আওয়াজ, আগুনের লেলিহান শিখা, ঝলকে ঝলকে রক্ত-সবমিলিয়ে ‘বেবি জন’ দেখে উত্তেজনার পারদ চড়েছে দর্শকের মধ্যে। তবে ঝলকে সলমনকে দেখে কেন রেগে গেল নেটপাড়ার বড় একটি অংশ? এক নেটিজেনের মন্তব্য থেকেই স্পষ্ট, “যদি সলমন-ই অন্যতম চমক থাকে এই ছবির, তাহলে কেন ঝলকেই তা ফাঁস করে দেওয়া হল? তাহলে আর মজাটা থাকল কোথায়?” অন্য এক নেটিজেন আবার লিখেছেন, “এটা কি ভাল গল্প বলার নিয়ম হল? ছবির অন্যতম সেরা বিষয়টি হাটে-বাজারে প্রথমেই ছড়িয়ে দিচ্ছে! মানে কেন?” অন্য আরও এক নেটিজেনের প্রশ্ন, “সবাই কি আজকাল রোহিত শেঠি হয়ে যাচ্ছেন? ছবি মুক্তির আগেই ছবির যাবতীয় সব চমক ফাঁস করে দিচ্ছে?”
