আজকাল ওয়েবডেস্ক: কয়েক ঘণ্টা চুপচাপ থাকতে হবে। কিছু শর্ত মেনে চুপচাপ থাকতে পারলেই লক্ষ লক্ষ টাকা জেতার সুযোগ। এই সুযোগেই প্রায় দেড় লক্ষ টাকা জিতলেন এক তরুণী। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে চিনে। এক জনপ্রিয় শপিং মলে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। টানা ৮ ঘণ্টা মোবাইল ফোন ছাড়া চুপচাপ থাকতে পারলেই লক্ষ লক্ষ টাকা জেতার সুযোগ ছিল সেই প্রতিযোগিতায়। চিনের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শতাধিক মানুষ এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। তার মধ্যে থেকে ১২ জনকে প্রতিযোগিতার বেছে নেওয়া হয়েছিল। 

প্রতিযোগিতাটি ছিল মোবাইল ফোন ছাড়া কে কতক্ষণ চুপচাপ সময় কাটাতে পারবেন। অন্ততপক্ষে আট ঘণ্টা মোবাইল ফোন ছাড়া থাকতে হবে প্রতিযোগীদের। এর মধ্যেও আবার কিছু শর্ত রয়েছে। এই আট ঘণ্টার মধ্যেই উদ্বেগ প্রকাশ করা যাবে না। গভীর ঘুমেও কেউ আচ্ছন্ন হতে পারবেন না। প্রত্যেকের হাতে একটি বিশেষ যন্ত্র ছিল। কেউ উদ্বিগ্ন হলে, গভীর ঘুমে আচ্ছন্ন হলে, তা সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিল। 

১২ জনের মধ্যে ডং নামের এক তরুণী দীর্ঘ আট ঘণ্টা মোবাইল ফোন ছাড়া, শান্তভাবে কাটিয়েছেন। কখনও বই পড়ে, কোনও বিশ্রাম নিয়ে কাটিয়েছেন। এই প্রতিযোগিতায় ১.২ লক্ষ টাকা জিতেছেন তিনি। ডং জানিয়েছেন, স্মার্ট ফোন ছাড়া দীর্ঘক্ষণ কাটানোর অভ্যাস তাঁর রয়েছে। সন্তানের দেখভাল এবং সংসারের নানা কাজে সময় কেটে যায়। স্মার্ট ফোনে সময় ব্যয় করার সুযোগ তাঁর থাকে না। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। ফোন ছাড়া চুপচাপ থাকার জন্য লক্ষাধিক টাকা জেতার জন্য যারপরনাই খুশি ডং।