সংবাদসংস্থা মুম্বই: দীর্ঘ ১৪ বছর পর ফের জুটি বাঁধছেন অক্ষয়কুমার-প্রিয়দর্শন জুটি। পরিচালক প্রিয়দর্শনের পরিচালনায় ‘ভূত বাংলো’ ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে তাঁকে। মঙ্গলবারেই শুরু হয়েছে এই ছবির শুটিং। সমাজমাধ্যমে ছবির টাটকা একটি নতুন পোস্টার পোস্ট করার পাশাপাশি নিজেই এ খবর জানিয়েছেন অক্ষয়। পাশাপাশি ঘোষণা করলেন ছবির মুক্তির তারিখও। আগামী বছর অর্থাৎ ২০২৫-এর ২ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে ‘ভূত বাংলো’। 


পোস্টার জুড়ে অদ্ভুতুড়ে নীলচে রঙ। খানিক গা-ছমছমেও বটে। সেই আঁধার সামান্য কাটছে অক্ষয়ের হাতে ধরা এক ছোট্ট লণ্ঠনের আলোয়। একটি প্রাসাদের গেটের স্তম্ভের উপর বসে রয়েছেন 'খিলাড়ি। অভিনেতার পরনে সাদা শার্ট, ফিনফিনে একরঙা ধুতির সঙ্গে হাফ জ্যাকেট। গলায় বাঁধা লাল রুমাল উড়ছে হাওয়ায়। লণ্ঠনের আলোয় চোখ কুঁচকে কিছু যেন দেখার চেষ্টা করছেন বলি-অভিনেতা। নজর কেড়েছে অক্ষয়ের পিছনে সামান্য আভাস পাওয়া এক বিরাট পুরোনো আমলের প্রাসাদ।  পোস্টারের সঙ্গে ক্যাপশনে অক্ষয় লিখেছেন, “প্রিয়দর্শন স্যারের সঙ্গে ফের কাজ করতে পেরে আমি যারপরনাই উত্তেজিত। ছবির শুটিং শুরু করলাম আমরা। এই ভয় ও হাসির ডাবল ডোজ আপনারা পাবেন ২ এপ্রিল। ততদিন পর্যন্ত  আপনাদের শুভেচ্ছা কাম্য।”

 

 

?ref_src=twsrc%5Etfw">December 10, 2024

 

গত সেপ্টেম্বরে এই খবর প্রকাশ্যে আসামাত্রই তা মুহূর্তের মধ্যে ছড়িয়েছে সমাজমাধ্যমের আনাচে কানাচে। এবং তুমুল হইচই শুরু হয়েছে নেটপাড়ায়। জল্পনা শুরু হয়েছে, 'ভূত বাংলো' ছবি নাকি আদতে 'ভুল ভুলাইয়া' ছবির স্পিন অফ। অর্থাৎ ২০০৭-এ মুক্তি পাওয়া অক্ষয়-প্রিয় ওই হরর-কমেডি ছবির শুরু হওয়ার আগের গল্প। ছবির চরিত্রগুলির শুরুর গল্প। একে 'ভূত বাংলো'ও ‘ভুলভুলাইয়া’র মতো হরর-কমেডি। তার ওপর এই ছবিতেও রয়েছেন অক্ষয়, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানিরা। একেবারে ‘ভুলভুলাইয়া’ ছবির কাস্ট। ফলে দুইয়ে দুইয়ে চার করা শুরু করেছে নেটিজেনরা। 

 

নিজের জন্মদিনে সমাজমাধ্যমে ‘ভূত বাংলো’ ছবির মোশন পোস্টার’ ভাগ করে নিয়েছিলেন অক্ষয় কুমার। সেখানে দেখা গিয়েছিল, একটি কালো বিড়ালের লেজ। তার পর 'খিলাড়ী'র আবির্ভাব, হাতে এক বাটি দুধ। সে দিকে জিভ বাড়িয়ে রেখেছেন তিনি। চোখে রহস্যময়ের সঙ্গে মিশে রয়েছে ধূর্ততা। এবং কালো বিড়ালটি ঠিক তাঁর কাঁধের উপর।