বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১০ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৫৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে মৌলবাদীদের বেলাগাম সন্ত্রাস চলছে। সেই সন্ত্রাস বন্ধের দাবিতে এবার বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা পথে নামলেন। মঙ্গলবার দুপুরে তাঁরা বনগাঁর জয়ন্তীপুর বাজার থেকে সীমান্ত সড়ক ধরে পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট পর্যন্ত পদযাত্রা করেন। সেখানে তাঁদের পদযাত্রা সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা আটকে দেন।
গত ২৫ নভেম্বর ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে। তারপর থেকে সে দেশে সংখ্যালঘুদের ওপর মৌলবাদীদের বেলাগাম সন্ত্রাস শুরু হয়েছে। বাড়িঘর ভেঙে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন সংখ্যালঘু মানুষের মৃত্যু হয়েছে। রাজপথে দাঁড়িয়ে ভারত বিরোধী প্ররোচনামূলক স্লোগান দেওয়া হচ্ছে। অসম্মান করা হয়েছে ভারতের জাতীয় পতাকাকেও। বাংলাদেশের সংখ্যালঘুদের হামলার প্রতিবাদে ভারতের বিভিন্ন প্রান্তে আন্দোলন শুরু হয়েছে। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিও উঠেছে।
মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতের শতাধিক আইনজীবী বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে পথে নামলেন। জয়ন্তীপুর বাজার থেকে সীমান্ত সড়ক ধরে তাঁরা হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করে পেট্রাপোলে যান। সেখানে সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা তাঁদের আটকে দেন। তারপর তাঁরা পেট্রাপোল থানার ওসির কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। ওই স্মারকলিপিতে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধের দাবিতে পুলিশকে বাংলাদেশ সরকারের সঙ্গে মধ্যস্থতা করার আবেদন জানানো হয়েছে। আইনজীবীরা কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের কাছেও স্মারকলিপি পাঠাবেন বলে জানিয়েছেন।
বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, 'বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৮ হাজার ভারতীয় সেনা আত্মবলিদান দিয়েছেন। আর সে দেশেই আজ সংখ্যালঘুদের ওপর বেনজির সন্ত্রাস চালানো হচ্ছে। অবিলম্বে এই সন্ত্রাস বন্ধ করা হোক। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে না। কোনও আইনজীবীকে তাঁর হয়ে আদালতে কথা বলতে দেওয়া হচ্ছে না। পাকিস্তানের জঙ্গি আজমল কাসভ মুম্বইয়ের তাজ হোটেলে বহু মানুষকে হত্যা করেছিল। সেই কাসভকেও ভারতীয় বিচার ব্যবস্থা আইনি সহায়তা দিয়েছিল। আমরা মনে করি, চিন্ময়কৃষ্ণ দাসেরও আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে। আমরা বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে রাজধর্ম পালনের বার্তা দিতে চাই।'
#westbengal#north24pargana
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বস্তা থেকে উঁকি মারছে পচা গলা দেহ, হাড়হিম ঘটনার সাক্ষী রাতের কলকাতা ...
নির্মাণ শ্রমিকেরা পাবেন এককালীন আড়াই লক্ষ টাকা, সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার, জানুন আবেদন করার উপায়...
এজলাসে ব্লেড চালিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন বন্দি, হুলস্থুল হাওড়া সেশন কোর্টে...
শিলিগুড়িতে শুরু হল হস্তশিল্প মেলা, উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ...
রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাচ্ছেন চিকেন নেক শিলিগুড়িতে...
উত্তর সিকিমে তুষারপাত, খুশির আবহাওয়া পর্যটক মহলে...
বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার রমরমা কারবার, গ্রেপ্তার নাইজেরিয়ান যুবক...
কুয়াশা মাখা দিনে হাতে এক প্লেট বোরোলি মাছ ভাজা, এই শীতে গজলডোবার মজাই আলাদা...
চুরি করতে গিয়ে ক্লান্ত চোর, শেষমেশ অঙ্গনওয়াড়ি স্কুলের চাল, ডাল নিয়ে চম্পট দিল ...
দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, আহতদের আর্তনাদে ভারী বাতাস...
ছাদ থেকে ছাগলকে ঢিল ছুঁড়তে গিয়েই হল বিপদ, মর্মান্তিক ঘটনা হরিহরপাড়ায় ...
হাওড়ার শিবপুরে খুন করে মুর্শিদাবাদে গোপনে কবর দেওয়ার পরিকল্পনা, পুলিশি হানায় গ্রেপ্তার দুই ...
ক্ষুদ্র শিল্পে উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে এল ৯০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব ...
নেমে আসছে একের পর এক রসের হাঁড়ি, শীতের সকালে চলছে গুড় তৈরির কাজ ...
‘গোপনাঙ্গ কাটার পরিকল্পনা করেই অনলাইনে ছুরি কিনেছিলাম’, ডোমজুড়ের যুবতীর বয়ানে চাঞ্চল্য...