সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১০ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৫৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে মৌলবাদীদের বেলাগাম সন্ত্রাস চলছে। সেই সন্ত্রাস বন্ধের দাবিতে এবার বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা পথে নামলেন। মঙ্গলবার দুপুরে তাঁরা বনগাঁর জয়ন্তীপুর বাজার থেকে সীমান্ত সড়ক ধরে পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট পর্যন্ত পদযাত্রা করেন। সেখানে তাঁদের পদযাত্রা সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা আটকে দেন।
গত ২৫ নভেম্বর ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে। তারপর থেকে সে দেশে সংখ্যালঘুদের ওপর মৌলবাদীদের বেলাগাম সন্ত্রাস শুরু হয়েছে। বাড়িঘর ভেঙে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন সংখ্যালঘু মানুষের মৃত্যু হয়েছে। রাজপথে দাঁড়িয়ে ভারত বিরোধী প্ররোচনামূলক স্লোগান দেওয়া হচ্ছে। অসম্মান করা হয়েছে ভারতের জাতীয় পতাকাকেও। বাংলাদেশের সংখ্যালঘুদের হামলার প্রতিবাদে ভারতের বিভিন্ন প্রান্তে আন্দোলন শুরু হয়েছে। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিও উঠেছে।
মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতের শতাধিক আইনজীবী বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে পথে নামলেন। জয়ন্তীপুর বাজার থেকে সীমান্ত সড়ক ধরে তাঁরা হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করে পেট্রাপোলে যান। সেখানে সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা তাঁদের আটকে দেন। তারপর তাঁরা পেট্রাপোল থানার ওসির কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। ওই স্মারকলিপিতে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধের দাবিতে পুলিশকে বাংলাদেশ সরকারের সঙ্গে মধ্যস্থতা করার আবেদন জানানো হয়েছে। আইনজীবীরা কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের কাছেও স্মারকলিপি পাঠাবেন বলে জানিয়েছেন।
বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, 'বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৮ হাজার ভারতীয় সেনা আত্মবলিদান দিয়েছেন। আর সে দেশেই আজ সংখ্যালঘুদের ওপর বেনজির সন্ত্রাস চালানো হচ্ছে। অবিলম্বে এই সন্ত্রাস বন্ধ করা হোক। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে না। কোনও আইনজীবীকে তাঁর হয়ে আদালতে কথা বলতে দেওয়া হচ্ছে না। পাকিস্তানের জঙ্গি আজমল কাসভ মুম্বইয়ের তাজ হোটেলে বহু মানুষকে হত্যা করেছিল। সেই কাসভকেও ভারতীয় বিচার ব্যবস্থা আইনি সহায়তা দিয়েছিল। আমরা মনে করি, চিন্ময়কৃষ্ণ দাসেরও আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে। আমরা বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে রাজধর্ম পালনের বার্তা দিতে চাই।'
নানান খবর
নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা