আজকাল ওয়েবডেস্ক: অস্থির পরিস্থিতির মধ্যে বাংলাদেশের জাতীয় স্লোগান নিয়ে বড় ঘোষণা সে দেশের সুপ্রিমকোর্টের। বাংলাদেশের জাতীয় স্লোগান আর থাকছে না জয় বাংলা। হাসিনা সরকারের পতনের পর একের পর এক বঙ্গবন্ধুর স্মৃতি মুছে দেওয়া হচ্ছে। কখনও মুজিবর রহমানের মূর্তিতে পড়ছে কালি, কখনও ভেঙে ফেলা হচ্ছে তাঁর অবয়ব। এবার জয় বাংলা স্লোগানের ওপর নেমে এল আঘাত।
২০২০ সালে জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেছিল সে দেশের হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করা হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যদের এক বেঞ্চ সেই রায়ে স্হগিতাদেশ দেন। সরকার পক্ষের হয়ে সওয়াল করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তিনি জানান, এই রায়ের ফলে বাংলাদেশের জাতীয় স্লোগান আর জয় বাংলা থাকবে না।
এর আগে বঙ্গবন্ধুর ছবি বাংলাদেশের নোট থেকে সরিয়ে নেওয়ারও দাবি উঠেছিল। তা নিয়েও সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুত বদলে যেতে চলেছে বাংলাদেশের টাকাও। পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার জন্য যে মানুষটির অবদান সবচেয়ে বেশি তিনি হলেন মুজিবর রহমান। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই সেই বঙ্গবন্ধুর ছবি ক্রমাগত মুছতে চাইছে বাংলাদেশের অধিকাংশ মানুষ। ১৯৭৫ সালের ১৫ অগস্ট সপরিবারে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধুকে। অনেক রক্তের বিনিময়ে গড়ে উঠেছিল সেই বাংলাদেশ। বিশেষজ্ঞদের অভিমত, আবার পাকিস্তানের পথেই হাঁটতে চাইছে সে দেশ।
