আজকাল ওয়েবডেস্ক: অতীতে বাংলাদেশ থেকে মহমেডান স্পোর্টিংয়ে খেলে গিয়েছেন  কাইজার হামিদ। সাম্প্রতিককালেও বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া সাদা-কালো জার্সি পরে খেলেছিলেন ।

সেই মহমেডান স্পোর্টিং এবার  বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল। দিন কয়েক আগে ইস্টবেঙ্গল ক্লাবও পদ্মাপারের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তারা এই ইস্যুতে চিঠিও পাঠিয়েছে।

এবার রেড রোডের ধারের ক্লাব জানিয়ে দিল, তারা কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন জমা দেবে। ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার মহমেডানের পাঁচ সদস্যের প্রতিনিধি ডেপুটেশন জমা দিতে যাবেন।  

অশান্ত পদ্মাপার। ইসকনের সন্ন্যাসীর গ্রেপ্তারি এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের পর থেকে ফুটতে শুরু করেছে বাংলাদেশ। এই প্রেক্ষিতে ইস্টবেঙ্গল সমর্থকদের শিকড়ের কথা স্মরণ করিয়ে দিয়ে অশান্ত বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিল ইস্টবেঙ্গল। একই পথে এগোলো মহমেডান স্পোর্টিংও।