আজকাল ওয়েবডেস্ক: রাজ্যপাল পদ পাইয়ে দেওয়ার নামে তামিলনাড়ুর এক বাসিন্দার থেকে পাঁচ কোটি টাকা প্রতারণার অভিযোগে মহারাষ্ট্রের নাসিক থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাসিক পুলিশের এক আধিকারিক সোমবার জানিয়েছেন, অভিযুক্ত নিরঞ্জন কুলকার্নির সঙ্গে গত ১২ জানুয়ারি নাসিকের একটি হোটেলে দেখা হয় তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা নরসিমা রেড্ডি দামোদর রেড্ডি আপুরীর।
সেখানে নিজেকে বড় রাজনৈতিক ব্যক্তিত্ব বলে দাবি করেন নিরঞ্জন। নরসিমাকে রাজ্যপাল পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পুলিশ সূত্রে খবর, পুরো কাজের জন্য ১৫ কোটি টাকা দাবি করেছিলেন কুলকার্নি। জানুয়ারি মাসের পর গত ৭ ফেব্রুয়ারি নরসিমা রেড্ডি নামক ওই ব্যক্তির সঙ্গে দেখা করেন তিনি। দাবি করেন, রাজ্যপাল পদ পাইয়ে দিতে ব্যর্থ হলে নিজের জমি রেড্ডিরক নামে লিখে দেবেন। এমনকি পেঞ্চ এবং বোরে টাইগার রিজার্ভের ১০০ একর জমির নকল দলিলও দেখিয়েছিলেন বলে অভিযোগ।
অভিযুক্ত কুলকার্নির এই প্রস্তাবে বিশ্বাস করে রেড্ডি নগদ ৬০ লক্ষ টাকা দিয়ে দেন। ৭ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিলের মধ্যে আরও ৪.৪৮ কোটি টাকা কুলকার্নির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। পরে রেড্ডি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। নিজের টাকা ফেরত চাইলে অভিযুক্ত উল্টে তাঁকে হুমকি দেন বলে জানা গিয়েছে। এরপর গত ৭ ডিসেম্বর মুম্বই নাকা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। গত শনিবার অভিযুক্ত কুলকার্নিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
