আজকাল ওয়েবডেস্ক: ট্রাভিস হেড-মহম্মদ সিরাজের ঝামেলা বাইশ গজ ছাপিয়ে অনেকদূর গড়িয়েছে। সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়ান তারকা এই প্রসঙ্গে মন্তব্য করেন। তাঁকে সরাসরি মিথ্যাবাদী বলেন সিরাজ। হেড জানিয়েছিলেন, ভারতীয় পেসারের আগ্রাসী অঙ্গভঙ্গির পরই নিজের প্রতিক্রিয়া দেন তিনি। দাবি করেন, তিনি শুধু বলেছিলেন, 'ভাল বল করেছ।' কিন্তু সিরাজের দাবি, হেড তাঁকে গালাগালি করেন। সাংবাদিক সম্মেলনে ডাহা মিথ্যে কথা বলেছেন। অস্ট্রেলীয় তারকার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনেন ভারতীয় পেসার। এবার এই নিয়ে মুখ খুললেন প্যাট কামিন্স।
এই প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও, নিজের ডেপুটির পাশেই দাঁড়ালেন অজি অধিনায়ক। কামিন্স বলেন, 'সত্যি বলতে, ওরা যা খুশি করতে পারে। আমি শুধুমাত্র আমাদের ছেলেদের নিয়ে চিন্তিত। আমাদের দলের প্লেয়ারদের ব্যবহার খুবই ভাল ছিল। ট্রাভিস হেড দলের সহ অধিনায়ক। ও প্রাপ্তবয়স্ক। ও নিজের হয়ে সওয়াল করতে পারে।' আগে সিরাজের আগ্রাসনের সমর্থনে কথা বলেন রোহিত শর্মাও। ভারত অধিনায়ক বলেন, 'আগ্রাসী হওয়া এবং লাইন পার করার মধ্যে একটা পার্থক্য আছে। অধিনায়ক হিসেবে সেটা দেখার দায়িত্ব আমার। এক আধটা শব্দ বিশাল পার্থক্য গড়ে দেয় না। ও লড়াইয়ে যেতে পছন্দ করে। এটাই ওকে সাফল্য দেয়। অধিনায়ক হিসেবে এই আগ্রাসন সমর্থক করা আমার কাজ। তবে খেলাকে অসম্মান করে আমরা কিছু করতে চাই না।' অ্যাডিলেডে হারে সিরিজ ১-১। ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে তৃতীয় টেস্ট শুরু।
