আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে চমক। ভারত, অস্ট্রেলিয়াকে টপকে একনম্বরে উঠে এল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ১০৯ রানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ওপরে উঠে এল প্রোটিয়ারা। একইসঙ্গে ২-০ তে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে তাঁদের ৬৩.৩৩ শতাংশ পয়েন্ট। অস্ট্রেলিয়ার থেকে ২.৬২ পয়েন্টে এগিয়ে। অজিদের পয়েন্ট ৬০.৭১। মাত্র একদিন আগেই অ্যাডিলেড টেস্ট ১০ উইকেটে জিতে একনম্বর স্থান দখল করেন প্যাট কামিন্সরা। কিন্তু পুরো একদিনও একনম্বর স্থানে থাকতে পারল না অস্ট্রেলিয়া। তাঁদের ছাপিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। যার ফলে একধাপ নীচে তিন নম্বরে নেমে গেল ভারত। টিম ইন্ডিয়ার পয়েন্ট ৫৭.২৯। ৪৫.৪৫ শতাংশ পয়েন্ট নিয়ে চারে শ্রীলঙ্কা।
বর্তমানে শীর্ষস্থান দখল করলেও আগামী জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত নয় দক্ষিণ আফ্রিকার। পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে দুটো টেস্ট খেলবে প্রোটিয়াররা। তার ওপরই নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁদের ভবিষ্যৎ। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন কেশব মহারাজ। শেষ দিনে পাঁচ উইকেট তুলে নেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে থাকতে হলে দুই দলকে জিততেই হত। শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয়ে আশা জিইয়ে রাখল দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়াদের জয়ে চাপ বাড়ল ভারতের ওপর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে বর্ডার-গাভাসকর ট্রফির বাকি তিনটি টেস্ট জিততেই হবে রোহিতদের। যা মোটেই সহজ নয়।
