আজকাল ওয়েবডেস্ক:‌ এই মুহূ্র্তে বিশ্বের সেরা ক্রিকেটার কে?‌ সতীর্থ হ্যারি ব্রুককেই বেছে নিলেন ইংরেজ ক্রিকেটার জো রুট। এটা ঘটনা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে অসাধারণ খেলেছেন ব্রুক। আর তাই ব্রুককেই এই মুহূর্তে বিশ্বের সেরা ক্রিকেটার বলে ফেললেন রুট। 


নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো সিরিজেই সেঞ্চুরি করেছেন ব্রুক। সিরিজই ইংল্যান্ড ২–০ ব্যবধানে জিতে নিয়েছে। আর তাই টেস্টের সেরা ব্যাটার জো রুট বলেছেন, ‘‌এই মুহূর্তে বিশ্বের সেরা ক্রিকেটার ব্রুক। কিউয়িদের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছে। চাপের মুখে নিজেকে মেলে ধরেছে। সেট হওয়ার পর নিজের ইচ্ছামতো শট খেলেছে।’‌ 


২৫ বছরের তরুণ ইংরেজ ব্যাটারে মুগ্ধ রুট। এখনও অবধি ২৩ টেস্টে ব্রুক করে ফেলেছেন ২২৮০ রান। গড় ৬১.‌৬২। স্ট্রাইক রেট ৮৮.‌৫৭। রুটের কথায়, ‘‌বড্ড বেশি আক্রমণাত্মক ব্রুক। আমি ওরকম খেলার চেষ্টা করি। কিন্তু পারি না। ওর সঙ্গে ব্যাট করার মজাই আলাদা। আমি তো বলব এখন ওই সেরা।’‌