আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের পর পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে সুযোগ পেয়েছেন ডেভিড ওয়ার্নার। এই সিরিজেই হয়তো লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন অজি তারকা। কয়েক মাস আগে এমনই ইঙ্গিত দিয়েছিলেন। চলতি বছরের জুলাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলে টেস্ট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন ওয়ার্নার। ঘরের মাঠে খেলেই বিদায় নিতে চান। তবে সেটা নির্ভর করছে পার্থ টেস্টের ওপর। সেখানে রান না পেলে পরের দুটো টেস্টে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। ওয়ার্নারকে টেস্ট দলে রাখা হবে কিনা সেই নিয়ে জল্পনা চলছিল। শেষপর্যন্ত তার অবসান ঘটেছে। তবে অজি তারকার টেস্ট দলে সুযোগ পাওয়া নিয়েও শুরু হয়েছে বিতর্ক। ওয়ার্নারকে সরাসরি কটাক্ষ করেন মিচেল জনসন। "স্যান্ডপেপারগেট" প্রসঙ্গ তুলে তাঁকে খোঁচা মারেন। জনসন বলেন, "টেস্টে রান না পাওয়া কুখ্যাত অস্ট্রেলিয়ান ক্রিকেটার কীভাবে স্বেচ্ছায় অবসরের অধিকার পাচ্ছে? স্যান্ডপেপারগেট-এ একা না থাকলেও, ও ক্ষমতার অপপ্রয়োগ করতে ভালবাসে। একইভাবে অবসরের সিদ্ধান্ত নিচ্ছে। দেশের জন্য যা লজ্জাজনক।" প্রাক্তন সতীর্থের এই মন্তব্যে কোনও প্রতিক্রিয়া দেননি ওয়ার্নার।