মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

north bengal industry and investment

রাজ্য | ক্ষুদ্র শিল্পে উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে এল ৯০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব 

Rajat Bose | ০৯ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৪০Rajat Bose


অতীশ সেন, ডুয়ার্স:‌ উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের উদ্যোগপতিদের নিয়ে মাটিয়ালি ব্লকের বাতাবাড়িতে একদিনের শিল্প বাণিজ্য সম্মেলন ‘‌সিনার্জি’‌ অনুষ্ঠিত হল। সোমবার বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টিতে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। জানা গিয়েছে এই সম্মেলনের মাধ্যমে তিন জেলার উদ্যোগপতিদের কাছ থেকে প্রায় ৯০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। আগামী বছরে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ক্ষেত্রে উত্তরবঙ্গের এই তিন জেলায় প্রায় ৮,৬০০ কোটি টাকার বিনিয়োগ আশা করা হচ্ছে। যা প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। সম্মেলনে বেশ কয়েকজন উদ্যোগপতিকে সংবর্ধনা জানানো হয় এবং বিভিন্ন হস্তশিল্প ও ক্ষুদ্র শিল্পের স্টল প্রদর্শিত হয়।

 আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং কোচবিহার এই তিন জেলায় এমএসএমই বা মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টরে ২০২৩–২৪ অর্থবর্ষে ৫০২৯ কোটি টাকা, ২০২৪–২৫ অর্থবর্ষে সেপ্টেম্বর পর্যন্ত ৩৭৬৪ কোটি টাকা ব্যাঙ্কের মাধ্যমে ঋণ দেওয়া হয়েছে। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত এই তিন জেলায় এমএসএমই’‌র সংখ্যা ৯২ হাজার ৬৭টি। রাজ্য সরকারের এসএআইপি বা ‘‌স্টেট অ্যাপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল পার্ক’‌ প্রকল্পের অধীনে জলপাইগুড়ি জেলায় মোট ১৫০ একর জমি নিয়ে ৭টি শিল্প পার্ককে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৩টি পার্ক চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং ৪টি পার্ক নীতিগত অনুমোদন পেয়েছে। দুটি পার্ক ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এই শিল্প পার্কগুলিতে ৬০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা আছে এবং এর মাধ্যমে ৭ হাজার জনের কর্মসংস্থান হতে পারে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে এই তিনটি জেলায় মোট ২৯৯৪টি ঋণের আবেদন ব্যাঙ্ক থেকে অনুমোদন পেয়েছে। অনুমোদিত অর্থের পরিমাণ ৫৬.৪২ কোটি টাকা। বিগত কয়েক বছরে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে দেওয়া ঋণের পরিপ্রেক্ষিতে আগামী বছরগুলিতে এই তিন জেলায় ৮,৬০০ কোটি টাকা বিনিয়োগ হতে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে আগামীদিনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে, জলপাইগুড়ি জেলার জেলাশাসক শমা পারভিন, কোচবিহার জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, আলিপুরদুয়ার জেলার জেলাশাসক আর ভীমলা, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, আলিপুরদুয়ারের সভাধিপতি স্নিগ্ধা সুব্বা, কোচবিহারের সভাধিপতি সুমিতা বর্মন, জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত সহ অনেকে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, রাজ্য সরকার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান তৈরির উদ্যোগ নিয়েছে। মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং প্রশাসন যেকোনও সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নিচ্ছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে বিশেষ নজর রাখছেন। এই আয়োজনকে কেন্দ্র করে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও ছিল।


#Aajkaalonline#northbengal#industry



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...

কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...

পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...

সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...

ভারতীয় ক্রিকেটের নতুন ধোনির খোঁজে তাঁর প্রশিক্ষক, একেবারে ছোটদের খেলা শেখাতে চান তিনি ...

বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...

রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...

অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...

পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...

১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...

বর্ধমান বইমেলায় শেষ দিনে জমজমাট সোনার বাংলা স্টল, সম্মানিত বিশিষ্ট ব্যক্তিত্বরা...

মালদহ সফর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেজে উঠেছে মহানন্দা ভবন...

মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনায় সক্রিয় পুলিশ, বিহার থেকে গ্রেপ্তার আরও এক পেশাদার খুনি...

বাইকে সজোরে ধাক্কা বেপরোয়া ট্রাকের, পিষে মৃত্যু হল বাবা-ছেলের ...

জলের পাইপ নিয়ে বিবাদ, বেলডাঙায় খুন পুরসভার অস্থায়ী কর্মী, আহত আরও ১...



সোশ্যাল মিডিয়া



12 24