নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার শুধু পরিচিত নয়, অন্যতম জনপ্রিয় মুখ অভিনেতা রেজওয়ান রব্বানি শেখ। বহু বছর ধরে চুটিয়ে অভিনয় করছেন তিনি। ঝুলিতে রয়েছে একাধিক মেগা। তবে অভিনয়ের পাশাপাশি তিনি এবার বসলেন ক্যামেরার পিছনেও! পরিচালনা করলেন স্বল্প দৈর্ঘ্যের ছবি 'কালী কথা কলিকাতা'। চলতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল সে ছবি। 

 

ছবিতে মুখ্যভূমিকায় দেখা গিয়েছে রেজওয়ানকেই। বিপরীতে আলেকজান্দ্রা টেলর।  টলিপাড়ার বিদেশিনি ইতিমধ্যেই অভিনয় করে নিয়েছেন বেশ কিছু ছবিতে যাদের মধ্যে অন্যতম দেবের  বাঘা যতীন। রেজওয়ান জানালেন, এই স্বল্প দৈর্ঘ্যের ছবিতে ইতিহাসের পাশাপাশি উঠে আসবে পুরনো কলকাতার আনাচেকানাচ। আছে অ্যান্টনি ফিরিঙ্গির যোগ! আরও জানান, এই ছোট ছবির মধ্যে কোনও প্রেমের গন্ধ নেই, আছে স্রেফ বন্ধুত্বের আখ্যান। এক পর্তুগীজ-সুন্দরী ও বাঙালি ট্যাক্সিচালকের। বন্ধুত্ব, দেশ-কাল-গন্ডি পেরিয়ে যার ভাষা হয় না।  

 

 

আজকাল ডট ইন-কে রেজওয়ান বললেন, "দেবাশিস দত্ত প্রথমে যখন আমাকে গল্পটা শুনিয়েছিলেন, বেশ লেগেছিল। কিন্তু তিনি যখন এই ছবির পরিচালনার ভার আমাকে নিতে বলে সত্যি কথা বলতে কী চমকে গিয়েছিলাম। এমন নয় যে পরিচালনা জানি না কিংবা কোনওদিন করিনি। ফিল্মজ স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর করেছি। সেই সময়ে একাধিক প্রজেক্ট করেছি নিজের পরিচালনায়। এছাড়া যেসব ধারাবাহিকে অভিনয় করি, মাঝেমধ্যেই পরিচালকদের থেকে অনুমতি নিয়ে সেসব সারাবাহিকের বহু দৃশ্য পরিচালনা করেছি। তাই কালী কথা কলিকাতা পরিচালনা করতে গিয়ে অসুবিধে হয়নি, বরং মজা পেয়েছি।" 

 

অন্যদিকে আলেকজান্দ্রা জানালেন, রেজওয়ানের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা এককথায় দারুণ। যথেষ্ট পেশাদার এবং অত্যন্ত মানুষ হিসাবেও অত্যন্ত ভদ্র। শুটিংয়ের সময় কখনও পরিচালকসুলভ গাম্ভীর্য ও দেখায়নি, বরং হাসি-ঠাট্টা করে কাজের পরিবেশ হালকা রেখেছিল। ভবিষ্যতেও ওর সঙ্গে কাজ করতে চাই।